বাংলা আগে দেশকে দিশা দেখাত, আর এখন বাংলায় লাভ জিহাদের ঘটনা ঘটছে। এখন বাংলা অরাজকতা, অপরাধের ভূমি। দুর্গাপুজো করতে এখানে সমস্যায় পড়তে হয়। জয় শ্রীরাম বললে বাংলায় বাধা দেওয়া হয়। বাংলার ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। বাংলায় পরিবর্তন আনতে হবে। বাংলা যে পরিবর্তনের ভূমি, তা বুঝিয়ে দিতে হবে।’ রবিবার চন্দননগরের নির্বাচনী জনসভা থেকে এমনই মন্তব্য করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
বিজেপি এলে কী কী পরিবর্তন আসবে বাংলায়, তা বোঝাতে নিজের রাজ্য উত্তরপ্রদেশের প্রসঙ্গ তুলে ধরেছেন যোগী। বলেছেন, ‘বাংলার আস্থায় আঘাত করেছেন মমতা। যুব সম্প্রদায়কে হতাশ করেছেন। মা-বোনেদের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে মমতার জমানায়। বিজেপি যা বলে, তাই করে। চার বছরে উত্তরপ্রদেশের ভাগ্য বদলে দিয়েছি। আজ কোনও গুণ্ডা নেই উত্তরপ্রদেশে। চার লক্ষ যুবক-যুবতীদের চাকরি দিয়েছি। তাই বিজেপিকে রোখা যাবে না বাংলায়।’
পাশাপাশি যোগীর সংযোজন, ‘বিজেপি কর্মীদের আটকানো হচ্ছে নানা জায়গায়। এটা তৃণমূলের বিদায়ের লক্ষণ। বাম, তৃণমূল আপনাদের কিচ্ছু দেয়নি।’ নন্দীগ্রামেও মমতা বন্দ্যোপাধ্যায়ের হার নিশ্চিত বলে এদিন দাবি করেছেন যোগীও। বলেন, ‘নন্দীগ্রামে একটি বুথে দু’ঘণ্টা বসেছিলেন। বোঝাই যাচ্ছে, তিনি নিজের হার স্বীকার করে নিয়েছেন।’
এদিন চন্দননগরের সভায় দাঁড়িয়ে যোগী আদিত্যনাথ বলেন, ‘সংস্কৃতির পীঠস্থান বাংলা। কিন্তু সেই বাংলার অবস্থা এখন কেমন তা সবার জানা। অরাজকতা চলছে, অপরাধ বেড়েছে। সেই জন্যই বাংলায় পরিবর্তন আনতে হবে।’ তাঁর সংযোজন, ‘রাম নাম সর্বত্র বিরাজমান। রাম নাম অপছন্দ করলে তাঁর কোথাও জায়গা নেই এ দেশের। বিজেপি এলে কী হয়, তা জম্মু-কাশ্মীরকে দেখে বুঝুন। আজ বাংলার যে কেউ কাশ্মীরে জমি কিনতে পারেন। কিন্তু বাংলাতে সেই দিন এখন নেই। তবে, আর মাত্র কয়েকদিন, তারপর বিজেপি এলেই তৈরি হবে সোনার বাংলা।’
Be the first to comment