কদিন আগেই জুতো পায়ে শিবাজির ছবিতে মালা পড়িয়ে ঝামেলায় জড়িয়েছিলেন শিবসেনার সঙ্গে। এবার মাজার দর্শনে গিয়ে ফের বিতর্কে জড়ালেন যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশের মাগহার শহরে সন্ত কবীরের মাজার দর্শনে গিয়ে প্রথামাফিক ‘কারাকুল’ টুপি না পড়ে ফিরিয়ে দেন রক্ষণাবেক্ষণকারী খাদিম হুসেনের হাতে। বৃহস্পতিবার ওই মাজার দর্শনে আসেন প্রধানমন্ত্রী মোদি। সন্ত কবি কবীর দাসের জন্মবার্ষিকী পালনে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী। তার আগে সমস্ত ব্যবস্থা খতিয়ে দেখতে বুধবার মাজারে গিয়েছিলেন যোগী। ইতিমধ্যেই যোগীর টুপি ফিরিয়ে দেওয়া নিয়ে দ্বিধাবিভক্ত নেট দুনিয়া। একদলের মতে, কারাকুল টুপি আসলে জিন্না টুপির মতো। হিন্দুত্ববাদীদের বার্তা দিতেই মাজারের টুপি মাথায় চাপাননি যোগী। ‘ধর্মীয় নিরপেক্ষতার’ বদলে প্রথাগত হিন্দু ভোটব্যাঙ্কেই আস্থা রাখছেন তিনি। তবুও টুপি ফিরিয়ে ধর্মীয় ভাবাবেগে আঘাত হেনেছেন মুখ্যমন্ত্রী। যদিও আরেকটি অংশের বক্তব্য, নিজের ধর্মীয় বিশ্বাস মেনে কোনও ভুল কাজ করেননি যোগী। সবার নিজস্ব ধর্মবিশ্বাস-পরিচিত রয়েছে। ঠিক কাজই করেছেন যোগী।
Be the first to comment