উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ওপর বেজায় খাপ্পা বাবা রামদেব। সে রাজ্যের যমুনা এক্সপ্রেসওয়ের ধারে মেগা ফুডপার্ক বানানোর উদ্যোগ নিয়েছিল রামদেবের পতঞ্জলি আয়ুর্বেদ। পতঞ্জলির ম্যানেজিং ডিরেকটর আচার্য বালকৃষ্ণ বলেছেন, উত্তরপ্রদেশ সরকারের মনোভাব হতাশাব্যঞ্জক। তাই ফুড পার্ক অন্য রাজ্যে সরিয়ে নেওয়া হবে। যোগি সরকার পতঞ্জলিকে মেগা ফুড পার্কের অনুমতি দেয়নি।
বালকৃষ্ণ বলেন, কৃষকদের জীবনযাত্রার মানোন্নয়নে এই পার্ক কাজ করত। তার জন্য প্রয়োজনীয় কাগজপত্র তৈরি করতে বলা হলেও সরকার তা করেনি। গ্রেটার নয়ডায় ৪৫৫ একর জমি পতঞ্জলি ফুড অ্যান্ড হার্বাল পার্কের জন্য বরাদ্দ হয়েছিল। ২০১৬ সালে প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব পার্কের শিলান্যাস করেছ্লেন।
Be the first to comment