এবার সাধুদের জন্য বিশেষ পেনশনের ঘোষণা করলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ৷ ষাটোর্ধ্ব (৬০ বছর বয়সী) সাধুদের পেনশন দেবে উত্তরপ্রদেশ সরকার ৷ প্রয়াগরাজে কুম্ভমেলা চলাকালীনই এমন ঘোষণা করলেন যোগী আদিত্যনাথ ৷ প্রসঙ্গত, রাজ্য পেনশন স্কিমের আওতায় পেনশন পাবেন ষাটোর্ধ্ব সাধুরা ৷
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানিয়েছেন, সরকার গোটা রাজ্যজুড়ে ৩০ জানুয়ারি পর্যন্ত ক্যাম্প তৈরি করছে ৷ ওই ক্যাম্পে সাধুরা নিজেদের নাম পেনশনের জন্য অন্তর্ভুক্ত করতে পারবেন ৷ পাশাপাশি আদিত্যনাথ জানান, সব নিঃস্ব ব্যক্তিদের (মহিলা-সহ) প্রতি মাসে ৫০০ টাকা করে পেনশন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার ৷ এই পেনশন স্কিমের আওতায় পড়বেন হিন্দু সাধুরাও।
আর এমন ঘোষণার পরই যোগী আদিত্যনাথের বিরুদ্ধে সাম্প্রদায়িকতার অভিযোগ তুলেছেন বিরোধীরা।
Be the first to comment