বিজেপি ক্ষমতায় এলে বাংলাতেও উত্তরপ্রদেশের মতো সুশাসন লাগু হবে, দাবি যোগী আদিত্যনাথের। বুধবার জলপাইগুড়ির মালে সভা করেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ‘এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় এতটাই রেগে আছেন যে জয় শ্রী রাম বলার জন্য জেলে পর্যন্ত পাঠাতে পারেন তিনি।’
তিনি আরও বলেন, ‘আমাদের উপর রাগ থাকতে পারেন, রামের সঙ্গে কেন রাগ থাকবে? যিনি রামের সঙ্গে লড়াই করতে গিয়েছেন তিনিই হেরেছেন। বাংলায় তৃণমূলের হার নিশ্চিত।’
বঙ্গ রাজনীতিতে ‘জয় শ্রী রাম’ ধ্বনির প্রভাব পড়েছে বেশ কয়েকবছর। কিন্তু ভোট বাজারে এই নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। কিছুদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপিকে কটাক্ষ করে বলেছিলেন, ‘যত জয় শ্রী রাম বলছে পেট্রল-গ্যাসের দাম তত বাড়ছে।’ এবার পালটা তোপ দাগলেন যোগীও। তিনি এদিন বলেন, ‘রাজ্যের কৃষক, মহিলাদের সঙ্গে নেই দিদি। যারা অশান্তি করে তাদের সঙ্গে রয়েছেন তিনি।’
বাংলায় নিয়মিত ভোট প্রচারে আসছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। একাধিকবার উত্তরপ্রদেশের মতো সুশাসন বাংলায় চালু করার কথা শোনা গিয়েছে তাঁর মুখে। এবারেও তার ব্যতিক্রম হয়নি। যোগী আদিত্যনাথ দাবি করেন, ‘চার বছরে উত্তরপ্রদেশে দারিদ্রসীমার নীচে থাকা ৪০ লাখ মানুষকে সরকারি আবাসন দেওয়া হয়েছে। বাংলায় বিজেপি ক্ষমতায় এলে একইভাবে সরকারি আবাসন পাবেন বাংলার মানুষও।
পাশাপাশি যোগী দাবি করেন, বিজেপি সরকার মানে ডবল ইজ্জতের সরকার। ভোটের ফলাফল ঘোষণা হতে বাকি আর ২৫ দিন। এরপরেই উত্তরপ্রদেশের মতো বাংলাতেও অপরাধীরা শাস্তি পাবে’। পাশাপাশি এদিন রাজ্য সরকারকে তোপ দেগে তিনি বলেন, ‘বহু কেন্দ্রীয় প্রকল্প রাজ্যে চালু করতে দেওয়া হচ্ছে না। বিজেপি ক্ষমতায় এলে যাবতীয় প্রকল্প চালু হবে বাংলায়।’
Be the first to comment