বিজেপি ক্ষমতায় এলে ২৪ ঘণ্টার মধ্যে বন্ধ হবে অবৈধ গো-হত্যা’, মালদায় জানালেন যোগী আদিত‍্যনাথ

Spread the love

ভোট প্রচারে মঙ্গলবার মালদার বুকে দাঁড়িয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দিলেন হুঁশিয়ারি। প্রকাশ্য সভায় দাঁড়িয়ে তিনি বললেন, “বাংলায় রামদ্রোহীদের কোনও জায়গা নেই।” তাঁর আরও কটাক্ষ, ‘বাংলায় হিংসার ভূমি হয়ে উঠছে।’ মালদহের গাজোল কলেজ মাঠে দাঁড়িয়ে পরিবর্তনের ডাক দিলেন তিনি।

এদিন যোগী আদিত‍্যনাথ বলেন, কিছু মানুষ দেশের একতা ভাঙার চেষ্টা করছে। দেশের একতার প্রতীক গঙ্গা। গঙ্গা বাংলায় এসে সাগরে মিশেছে। এই রাজ্যের সংস্কৃতি অন্য কথা বলত।

এদিন নিমতা কাণ্ডে সরব হন যোগী। ভারতীয় জনতা পার্টির মা বলে সম্বোধন বৃদ্ধাকে। পুলিশের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ তুললেন যোগী। তিনি আরও বলেন, বাংলার সরকার অনুপ্রবেশকারীদের প্রশ্রয় দেয়। বাংলায় আধ্যাত্মিকতার পাশাপাশি সংস্কৃতির কদর করা হচ্ছে না। তার অপমান করা হচ্ছে। এক মাসের মধ্যে বাংলার পরিবর্তন দেখা যাবে।

তৃণমূল সরকার ব্যর্থ। যে ভাষায় কথা বলা হচ্ছে, তা বাংলার অপমান। উত্তরপ্রদেশে আইন শৃঙ্খলা হয়েছে, বাংলায় তোষণ রাজনীতি হয়েছে। বিজেপি ক্ষমতায় এলে ২৪ ঘণ্টার মধ্যে অবৈধ গো হত্যা বন্ধ হয়ে যাবে। অবৈধ গো হত্যা ও গরু চুরির বিরুদ্ধে কড়া পদক্ষেপ করা হবে।

স্বদেশি ভ‍্যাকসিন দেওয়া হয়েছে করোনা কালে। ৬০ ঊর্ধ্ব ব্যক্তিদেরও ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। বাংলাকে এগিয়ে আসতে হবে, ভারতের উন্নতিতে। ভারতের যুবসমাজ আগে আসত বাংলায় কাজের জন্য। এখন সেই পরিবেশ নষ্ট হয়ে গিয়েছে। এখন বাংলার ছেলে মেয়েরা বাইরে যাচ্ছে। বাংলায় কুটিরশিল্প ভেঙে পড়েছে। বাংলা আগে দেশকে দিশা দেখাত, নেতৃত্ব দিত। এখন পিছিয়ে পড়েছে।

এছাড়াও তিনি বলেন, তৃণমূল নেতারা সব টাকা খেয়েছে। এখানে লভ-জিহাদের ঘটনাকে লুকানো হচ্ছে। আমরা আইন করে দিলাম। কিন্তু এখানে তুষ্টি করণ চলছে। লভ-জিহাদ আটকাতে ব্যর্থ মমতার সরকার।

তিন বছরে উত্তর প্রদেশে ৪০ লাখ লোক আবাস ষোজনায় বাড়ি পেয়েছেন। আর এখানে গরীবদের বাড়ি নেই, ঘর নেই। উত্তর প্রদেশে ৬ কোটি গরিব আয়ুষ্মান যোজনার ভোক্তা। কিষাণ সম্মান নিধি চালু করতে দেয়নি এই সরকার। বাংলা জুড়ে অরাজকতা চলছে। বাংলায় ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে। বাংলায় কেন্দ্রের প্রকল্প চালু হয় না। বাংলায় পরিবর্তন আনতে হবে।

মোদীজি পাকিস্তান, বাংলাদেশের পীড়িত সকল ধর্মের মানুষের জন্য সুরক্ষা নিশ্চিত করেছেন। এখানে কোনও কল্যাণকারী যোজনা চালু করা হয়না। উত্তর প্রদেশে ব্যাপক পরিবর্তন হয়েছে। বাংলায় অজ্ঞাত রোগের কেস লুকোনো হয়। তাতে বহু লোক মারা যায়। দুর্গাপুজো করতেও সমস্যা হয় এখানে।

এদিন যোগীর কথায় উঠে আসে পরিবর্তন যাত্রায় আসতে পেরে গর্বিত। বাংলা পবিত্র ভূমি। আজ এখানে গভীর সংকট। এখানে কেন্দ্র সরকারের কোনও প্রকল্পকে কাজে লাগানো হয়না। চালু করা হয়না। বাংলায় আজ জয় শ্রী রাম বললেও হামলা করা হয়। মমতাজিকে বলতে চাই , উত্তর প্রদেশে অরাজকতা শেষ করা হয়েছ। বাংলায় পরিবর্তন আনতে হবে। যারা রামদ্রোহী, তাদের বাংলায় কোনও জায়গা নেই

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*