যোগীকে জুতোপেটা করব ভেবেছিলাম: উদ্ধব ঠাকরে

Spread the love

যোগী আদিত্যনাথকে জুতোপেটা করার হুঁশিয়ারি দিলেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। তাঁর কটাক্ষ, ”উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী নন, বরং ভোগী।”এর পাশাপাশি কেন্দ্রের শরিক দলকে নিশানা করে উদ্ধব বলেন,”বিজেপির বেয়াদপি সহ্য করেছিলেন বালাসাহেব। তবে অনেক হয়েছে। আর নয়।” মন্ত্রিসভায় পদ নিয়ে বিজেপি ও শিবসেনার মধ্যে বিবাদের সূত্রপাত। এরপর মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনেও আলাদা লড়াই করে দুই দল। নোটবাতিল থেকে জিএসটি-বিভিন্ন ইস্যুতে মোদীকে নিশানা করে বিজেপির অস্বস্তি বাড়িয়েছে শিবসেনা। এদিন মহারাষ্ট্রের পালগড়ে লোকসভার উপনির্বাচনের প্রচারে এমনটাই ঘোষণা করলেন তাঁর কথায়,”হিন্দুত্বের জন্য ২৫ বছর ধরে বিজেপির সঙ্গে চলছে বাধ্য হয়েছি।”
এদিন ঠাকরে বলেন,”কেন্দ্রের ক্ষমতায় আসার পর বিজেপি নেতারা দাম্ভিক হয়ে গিয়েছেন। পালাগড়ে ওদের শিক্ষা দেব আমরা। বালাসাহেব ওদের অনেক সহ্য করেছেন। আমি করব না।”এরপরই ছত্রপতি শিবাজিকে যোগীর শ্রদ্ধাজ্ঞাপনের কথা মনে করিয়ে দিয়ে উদ্ধব বলেন, ”শিবাজি মহারাজকে ভগবানের চোখে দেখা হয়। ওনার কাছে জুতো খুলে যাওয়া নিয়ম।কিন্তু জুতো পরে শিবাজির অপমান করেছেন যোগী। ওনার কাছ থেকে এর চেয়ে বেশি কিছু আশাও করা যায় না। আমার মনে হয়েছিল, ওই জুতো দিয়েই যোগীকে পেটাই।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*