ইউ টিউবের অফিসে এক মহিলা বন্দুকবাজের হামলা, উদ্বেগপ্রকাশ করলেন ট্রাম্প

Spread the love

আমেরিকায় ইউ টিউবের সদর দফতরে হামলা। সিলিকন ভ্যালির কাছেই ইউ টিউবের সদর দফতর। ঘটনায় জখম হয়েছেন ৩ জন। আত্মঘাতী হন মহিলা হামলাকারীও। মঙ্গলবার, সেখানে বন্দুক নিয়ে হামলা চালান এক মহিলা। এলোপাথাড়ি গুলিতে জখম হন ৩ জন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

ঘটনার পর উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘটনা সম্পর্কে খোঁজখবর নিয়েছেন তিনি। ঘটনায় জখমদের দ্রুত আরোগ্য কামনা করেছেন ট্রাম্প।

প্রসঙ্গত, স্থানীয় সময় দুপুর ১২.৪৬ মিনিটে সান ব্রুনো পুলিশের কাছে জরুরি কল আসে। দু মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং সন্দেহভাজনের খোঁজে তল্লাশি শুরু করে। ততক্ষণে বহু কর্মী ওই বিল্ডিং ছে়ড়ে পালাতে শুরু করেন। তারইমধ্যে বিল্ডিংয়ের নিচে এক মহিলাকে গুলিবিদ্ধ মহিলাকে দেখতে পায় পুলিশ। ওই মহিলা নিজেই গুলি চালিয়ে আত্মঘাতী হয়েছেন বলে মনে করছে পুলিশ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*