ইয়ামি গৌতমকে তলব ইডির

Spread the love

আর্থিক দুর্নীতির ঘটনায় এবার অভিনেত্রী ইয়ামি গৌতমকে তলব করল ED। সূত্রের খবর, ভিকি ডোনার খ্যাত অভিনেত্রীর বিরুদ্ধে ফরেন এক্সচেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাক্ট (FEMA) উলঙ্ঘন করার অভিযোগ রয়েছে। আর সেই কারণেই শুক্রবার তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।

সম্প্রতি চিত্র নির্মাতা আদিত্য ধরের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন ইয়ামি। জানা গিয়েছে, ED-র জোন ২ ওই মামলার তদন্ত শুরু করেছে ইতিমধ্যেই। উল্লেখ্য, এই নিয়ে দ্বিতীয়বার ED তলব করল অভিনেত্রীকে। আর্থিক তছরূপের অভিযোগে বর্তমানে অনেক বড় বড় প্রযোজক সংস্থাও ED-র র্যাডারে রয়েছে। এ লিস্টার অভিনেতা, প্রযোজক কিংবা ডিজাইনারদেরও তলব করা হচ্ছে মাঝেমধ্যেই।

উল্লেখ্য, গত মাসেই উরির পরিচালক আদিত্য ধরের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন ইয়ামি। ক্লোজ ডোর অনুষ্ঠানেই বিয়ে হয় তাঁদের। সোশ্যাল মিডিয়ায় ছবি আপলোড করে খবরটি জানিয়েছিলেন ইয়ামি। এদিকে গত ২৩ জুন মণীশ মালহোত্রা, সব্যসাচী, ঋতু কুমারকে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দেশের প্রথম সারির তিন ফ্যাশন ডিজাইনারকে ED তলব করায় চাঞ্চল্য ছড়িয়েছিল। জানা গিয়েছে, পঞ্জাবের এক রাজনীতিকের সঙ্গে নগদে লেনদেন করার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্যই তাঁদের কাছে নোটিশ পাঠানো হয়েছিল। পৃথক দিনেই দিল্লির ED অফিসে তলব করা হয়েছিল তিনজনকে।

ভারতীয় ফ্যাশন ইন্ডাস্ট্রির মুখ এই তিন ডিজাইনার। দেশের পাশাপাশি তাঁদের জনপ্রিয়তা রয়েছে আন্তর্জাতিক স্তরে। জানা গিয়েছে, আর্থিক তছরুপের মামলার তদন্ত করতে গিয়ে জানা যায় পঞ্জাবের জনৈক বিধায়কের কাছ থেকে লক্ষাধিক টাকা নগদে নিয়েছিলেন ওই মণীশ, সব্যসাচী এবং ঋতু। ওই বিধায়কের বিরুদ্ধে PMLA আইনে মামলা দায়ের করেছিল ED।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*