২০১১ সালের বিশ্বকাপ জয়ের পিছনে তাঁর অবদান নতমস্তকে স্বীকার করেন আপামর বিশ্ব। তাঁর কাঁধে ভর করেই বিশ্বজয় করেছিলো ভারত। হ্যাঁ, ঠিকই ধরেছেন যুবরাজ সিংয়ের কথা বলা হচ্ছে। সেবার অসাধারণ পারফরম্যান্স করেন যুবি। টুর্নামেন্টের সেরা হিসেবেও নির্বাচিত হন। দেশকে কাপ জেতানোর পরই দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত হয়ে পড়েন।
সেই থেকেই দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে গিয়েছেন। একদিকে ছিল যেমন প্রাণ বাঁচানোর লড়াই, অন্যদিকে ছিল ক্রিকেটের মূলস্রোতে ফিরে আসার লড়াই। দুটোই সমানভাবে চালিয়ে গিয়েছেন। তবে এখন বয়স হয়ে যাওয়ায় শরীর সেভাবে সঙ্গ দিচ্ছে না। ভারতীয় দলের তরুণ খেলোয়াড়দের সামনে বারবার পিছিয়ে পড়ছেন যুবি। ক্যানসার সারিয়ে নতুন করে খেলার মাঠে ফিরে নতুন করে নিজেকে প্রমাণ করেছেন। তবে বয়সের ভারে কিছুটা কাবু হয়ে গিয়েছেন বাঁ হাতি এই যাদুকর। রিফ্লেক্সও কমে গিয়েছে অনেকটাই। তবে এই অবস্থাতেও ২০১৯ বিশ্বকাপ ক্রিকেটে খেলার আশা যুবরাজ সিং ছাড়ছেন না।
Be the first to comment