আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন যুবরাজ

Spread the love

যুবরাজ সিং আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন। লন্ডনে বিরাটদের অজি বধের পরের দিনেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন যুবরাজ সিং। ২০১১ বিশ্বকাপের সেরা খেলওয়াড় ছিলেন তিনি। ক্যান্সারকে হার মানিয়ে জিতেছিলেন বিশ্বকাপ। এইবারের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের সদস্য ছিলেন তিনি। কিন্তু মাত্র ৪টি ম্যাচে সুযোগ পান। ২০১৭ সালে ভারতের হয়ে নিজের শেষ ম্যাচ খেলেছিলেন তিনি। যুবরাজ বলেন, একটা সময়ের পর সবাইকেই সিদ্ধান্ত নিতে হয়। ২০০০ সাল থেকে আমি আন্তর্জাতিক ক্রিকেট খেলছি। ১৭-১৮ বছর হয়ে গেলো। ২০১৯-এর পর আমি এই ব্যাপারে ভাববো।

তিনি আরও বলেন, অসংখ্য ক্রিকেট ভক্তের ভালোবাসা পেয়েছি। পরিবারকে সবসময় পাশে পেয়েছি ৷ ভারতের হয়ে অনেক ম্যাচ খেলেছি। ন্যাটওয়েস্ট থেকে ২০১১ বিশ্বকাপ, একাধিক ম্যাচ সারা জীবন আমার মনে থাকবে। মনে থাকবে অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয়ও।

ক্যান্সার প্রসঙ্গে তিনি বলেন, ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর অনেকেই ভেবেছিলেন আমি আর ফিরতে পারব না। কিন্তু চিকিত্‍‌সক ও পরিবার সব সময় পাশে থেকেছেন আমার। আমি ফিরতে পেরেছি। তাই এবার সমাজের ক্যান্সার আক্রান্তদের জন্য কিছু কাজ করতে চাই।

ভারতের হয়ে ৪০টি টেস্টে ৩টি সেঞ্চুরি সহ ১৯০০ রান করেছেন তিনি। টেস্ট দলে নিজের জায়গা স্থায়ী না করতে পারলেও সীমিত ওভারের টিমে তাঁর বিকল্প ছিল না ভারতের কাছে। ভারতের হয়ে ৩০৪টি ম্যাচে ১৪টি সেঞ্চুরি ও ৫৪টি হাফসেঞ্চুরি সহ করেছেন ৮৭০১ রান। উইকেট নিয়েছেন ১১১টি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*