জিনেদিন জিদান কি ফ্রান্সের কোচ হতে চলেছেন? বেশ কয়েকদিন ঘুরপাক খাচ্ছে এই জল্পনা। কিন্তু ফ্রান্স ফুটবল ফেডারেশনের সভাপতি বলছেন, এমন কিছু ঘটার সম্ভাবনা নেই। রাশিয়ায় বিশ্বকাপ জিতে নিয়েছেন কোচ দিদিয়ের দেশঁ। এরপরই মনে হচ্ছিল, এবার দায়িত্ব থেকে সরে যাবেন দেশঁ। কিন্তু ফ্রান্স ফুটবলের প্রধান নোয়েল লে গ্রাতের দাবি, ২০২০ ইউরো পর্যন্ত দলের দায়িত্বে থাকবেন দেশম, ‘দেশঁর সঙ্গে আমাদের ২০২০ সাল পর্যন্ত চুক্তি রয়েছে। সে এমন একজন, যে অনেক কাজ করে। দিদিয়ের ও তার স্টাফরা খেলোয়াড় কিংবা প্রতিপক্ষদের পর্যবেক্ষণ করে ঘণ্টার পর ঘণ্টা কাটায়। মাঝেমধ্যে ভাগ্যের সহযোগিতা প্রয়োজন হয়। কিন্তু দিদিয়ের যে কাজ করেছে, সেটা হিসেবে ধরতেই হবে। ইউরোর প্রথম ম্যাচে সে থাকবে।’ দেশঁ চলে গেলেও জিদান যে সে দায়িত্ব নেবেন, এর নিশ্চয়তাও দেননি না গ্রাত। কারণ জিদান নাকি এখনো এ ব্যাপারে কোনো আগ্রহ দেখাননি, ‘ও (জিদান) এখনো কোনও আগ্রহ দেখায়নি, সে নিজে থেকে বলেনি জাতীয় দলে দায়িত্ব নিতে চায়। আমরাও এ নিয়ে ভাবিনি। দিদিয়ের ২০২০ পর্যন্ত আছে, তারপর দেখা যাবে।’
Be the first to comment