জিম্বাবোয়ে প্রেসিডেন্ট মুগাবে দেশের ভাইস প্রেসিডেন্টকে সম্প্রতি সরিয়ে দেওয়ার পর থেকেই দেশে উত্তেজনা বাড়তে থাকে। রাজনৈতিক সেই উত্তেজনা শুরু হওয়ার পর দেশের সেনাপ্রধান পদক্ষেপ নেবেন বলে বিবৃতি দেন। বুধবার সকালে হারারের রাস্তায় নেমে আসে সেনা বাহিনী। প্রেসিডেন্টের মুখপত্র হিসাবে কাজ করা জেডবিসি-র দফতরে ঢুকে পড়ে তারা। সেখানকার কর্মীদের বাইরে বের করে দেওয়া হয়। এ দিনের ঘটনার পর সেনার তরফে জানানো হয়েছে, এটা ক্ষমতা দখল নয়। যে অপরাধীদের বৃত্ত প্রেসিডেন্টের চারপাশে তৈরি হয়েছিল, যাঁদের অপরাধের জন্য দেশে সামাজিক ও অর্থনেতিক দুরবস্থা বেড়েই চলেছে তাঁদের সরাতেই এই পদক্ষেপ। প্রেসিডেন্ট ঠিক আছেন। তাঁর পরিবারও ঠিক আছে। প্রেসিডেন্ট মুগাবে সেনার হেফাজতে রয়েছে।
সূত্রের খবর, সেনা অভ্যুত্থানের পর রাজধানী হারারের দখল নিয়েছে সেনা। দেশের গুরুত্বপূর্ণ রাস্তায় টহলদারি চলছে সাঁজোয়া গাড়ির। পার্লামেন্ট, সরকারি অফিস, আদালতে যাওয়ার মুখ্য রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। মুগাবে ঘনিষ্টদের একটা বড় অংশকে আটক করেছে সেনা। সেনাদের দাবি, প্রেসিডেন্ট রবার্ট মুগাবেকে তাঁর পদে রেখেই এই কাজ করা হয়েছে।
এদিকে নিরাপদে আছেন জিম্বাবোয়েতে বসবাসকারি ভারতীয়রা। জিম্বাবোয়ের রাজধানী হারারেতে ভারতীয় রাষ্ট্রদূত জানিয়েছেন, ভারতীয়রা নিরাপদে আছেন। কর্মসূত্রে অন্তত ৪০০ ভারতীয় আছে জিম্বাবোয়েতে। যার মধ্যে অধিকাংশই হারারেতে। এছাড়াও জিম্বাবোয়েতে ৯ হাজার ভারতীয় বংশোদ্ভূত রয়েছেন।
Be the first to comment