টি-টোয়েন্টিতে সর্বোচ্চ স্কোর করে ইতিহাস গড়লো জিম্বাবোয়ে

Spread the love

রোজদিন ডেস্ক :-

বাইশ গজে নতুন ইতিহাস লিখেছে জিম্বাবোয়ে। সিকান্দার রাজার নেতৃত্বে জিম্বাবোয়ে ক্রিকেট দল গাম্বিয়ার বিরুদ্ধে ২০ ওভারে ৩৪৪ রান তুলে নতুন বিশ্ব রেকর্ড গড়েছে। এর আগে এই রেকর্ডটি ছিল নেপালের নামে। তারা মঙ্গোলিয়ার বিরুদ্ধে ৩১৪ রান করেছিল।
টি টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাস গড়ল জিম্বাবোয়ে। তবে এই রেকর্ডটি এখনও ভারত, অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের মতো বড় দলও করতে পারেনি। টি টোয়েন্টিতে সর্বোচ্চ রানের একটি নতুন রেকর্ড তৈরি করেছে তারা। মাত্র কয়েকদিন আগে ২৯৭ রান করে এই রেকর্ড গড়ার কাছাকাছি ছিল টিম ইন্ডিয়া, কিন্তু ১১ দিন পর অবশেষে এই রেকর্ড গড়ল জিম্বাবোয়ে।
বর্তমানে কেনিয়ার রাজধানী নাইরোবিতে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আফ্রিকা উপ-অঞ্চলের বাছাইপর্বের ম্যাচগুলো অনুষ্ঠিত হচ্ছে। এই কোয়ালিফায়ার টুর্নামেন্টে, ২৩ অক্টোবর বুধবার জিম্বাবোয়ে এবং গাম্বিয়া একে অপরের মুখোমুখি হয়েছিল। এখানেই এই রেকর্ডটি গড়েছে জিম্বাবোয়ে। গাম্বিয়ার মতো অনভিজ্ঞ দল জিম্বাবোয়ের সামনে দাঁড়াতেই পারেনি এবং জিম্বাবোয়ে সহজেই যে জিতবে তা সকলেই মনে করছে। তবে এদিন মাঠে যা হয়েছে সেটা হয়তো কেউই প্রত্যাশা করতে পারেননি।
জিম্বাবোয়ে এই ম্যাচে প্রথমে ব্যাট করে এবং তার ব্যাটসম্যানরা রান করার এই সহজ সুযোগকে কাজে লাগায়। এই সময় শুধুমাত্র ডিওন মায়ার্স ব্যর্থ হলেও বাকি প্রত্যেক ব্যাটসম্যান রান করেন। ওপেনার ব্রায়ান বেনেট ও টি মারুমণি মিলে ৫.৪ ওভারে ৯৮ রান করেন। মাত্র ১৯ বলে ৬২ রান করে আউট হন মরুমণি। বেনেটও ২৬ বলে ৫০ রান করেন। কিন্তু আসল শো চুরি করেন অধিনায়ক সিকান্দার রাজা। জিম্বাবোয়ের সবচেয়ে অভিজ্ঞ ও অভিজ্ঞ অলরাউন্ডার তার ব্যাটিং দিয়ে চার ও ছক্কা মেরে গাম্বিয়ার বোলারদের ধ্বংস করে দেন।
সিকান্দার রাজা মাত্র ৩৩ বলে তার সেঞ্চুরি পূর্ণ করেন, যা টি-টোয়েন্টি আন্তর্জাতিকে আইসিসি পূর্ণ সদস্য দলগুলির মধ্যে দ্রুততম সেঞ্চুরির জন্য একটি নতুন রেকর্ড। তিনি ভেঙেছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা এবং দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলারের রেকর্ড। দুজনেই ৩৫ বলে সেঞ্চুরি করেছিলেন। রাজা ক্লাইভ মদন্ডের সঙ্গে ৪০ বলে ১৪১ রানের জুটি গড়েন এবং দলকে ২০ ওভারে ৩৪৪ রানের বিশ্ব রেকর্ডে নিয়ে যান। এভাবে গত বছর এশিয়ান গেমসে নেপালের করা ৩১৪ রানের বিশ্ব রেকর্ড ভেঙে দেন তিনি। যেখানে পূর্ণ সদস্য দেশগুলির মধ্যে এই রেকর্ডটি ছিল টিম ইন্ডিয়ার নামে, যেটি বাংলাদেশের বিরুদ্ধে ২৯৭ রান করেছিল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*