পুলিস হেফাজতের মেয়াদ শেষ, ফের আদালতে তোলা হলো জুবেরকে

Spread the love

অল্ট নিউজের প্রতিষ্ঠাতা সাংবাদিক মহম্মদ জুবেরকে আজ, শনিবার ফের আদালতে তোলা হল। এদিনই জুবেরের ৪ দিনের পুলিস হেফাজতের মেয়াদ শেষ হচ্ছে। ২০১৮ সালে একটি ‘আপত্তিকর’ টুইটের জন্য সোমবার সন্ধ্যায় তাঁকে গ্রেফতার করে দিল্লি পুলিস।

অভিযোগ, ওই টুইটের ফলে একটি বিশেষ ধর্মীয় ভাবাবেগকে আঘাত করা হয়েছে। যদিও জুবেরের ঘনিষ্ঠ মহলের দাবি, একটি পুরনো মামলায় অন্যায় ভাবে তাঁকে গ্রেফতার করা হয়েছে। দিল্লি আদালতের নির্দেশ ছিল, তাঁর বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেওয়া যাবে না।

অপরদিকে দিল্লি পুলিসও আদালতকে জানায়, ‘খ্যাতি পাওয়ার জন্য এই ধরনের টুইট ব্যবহার করে জুবের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। তাঁকে একদিন পুলিস হেফাজতে রাখার পর মঙ্গলবার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা সাভারিয়ার সামনে হাজির করা হয়। এরপর পুলিস পাঁচ দিনের হেফাজত আবেদন করা হলেও আদালত চার দিনের হেফাজত মঞ্জুর করে।

পুলিসের দাবি, জুবেরের বিভিন্ন বক্তব্য এবং পোস্টে ধর্মীয় ভাবাবেগকে আঘাত করা হয়েছে। ওই সব পোস্টের জন্য দেশে হিংসা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। জুবেরের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ১৫৩-এ (বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতার প্রচার) এবং ২৯৫-এ (ধর্মীয় অনুভূতিকে আঘাত করার উদ্দেশ্যে বিদ্বেষপূর্ণ কাজ) ধারায় এফআইআর দায়ের করা হয়।

যদিও বিরোধীদের অভিযোগ, জুবেরের ওয়েবসাইটে বিজেপির ভণ্ডামি এবং নানা অপকীর্তির মুখোশ খুলে দেওয়া হয়। এর জন্যই কেন্দ্রের শাসকদলের এত রাগ জুবেরের উপর। সেই কারণেই তাঁকে অন্যায় ভাবে গ্রেফতার করা হয়েছে। বিরোধী রাজনৈতিক দলগুলি এবং বিভিন্ন সংগঠন তিস্তার গ্রেফতারিরও তীব্র সমালোচনা করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*