জুকারবার্গকে চিঠি দিল কংগ্রেস

Spread the love

ভারতের নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপ করছে ফেসবুক ৷ এমনই অভিযোগ তুলে সংস্থার সিইও মার্ক জুকারবার্গকে চিঠি দিল কংগ্রেস ৷ একই সঙ্গে ভারতের বিজেপি-কে ফেসবুক সাহায্য করছে কিনা, সেই অভিযোগ খতিয়ে দেখতে উচ্চপর্যায়ের তদন্ত করার জন্যও জুকারবার্গকে অনুরোধ করা হয়েছে কংগ্রেসের তরফে ৷ কংগ্রেসের সাংগঠনিক সাধারণ সম্পাদক কে সি বেণুগোপাল জুকারবার্গকে এই চিঠি লিখেছেন ৷

প্রসঙ্গত মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত একটি রিপোর্টে দাবি করা হয়, বিদ্বেষমূলক পোস্ট করলেও বিজেপি নেতাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করে না ফেসবুক ৷ এই রিপোর্টকে কেন্দ্র করেই কথার লড়াইয়ে জড়িয়ে পড়ে কংগ্রেস এবং বিজেপি নেতৃত্ব ৷ রাহুল গান্ধি অভিযোগ করেন, ভারতে বিজেপি এবং আরএসএস যে ফেসবুককে নিয়ন্ত্রণ করে, এটা তারই প্রমাণ ৷

ফেসবুকের তরফে অবশ্য বিবৃতি দিয়ে জানিয়ে দেওয়া হয়, গোটা বিশ্বেই রাজনৈতিক রং না দেখে কেউ বিদ্বেষমূলক পোস্ট করলেই ব্যবস্থা নেয় সংস্থা ৷ তার পরেও ফেসবুককে চিঠি লেখার সিদ্ধান্ত নিল কংগ্রেস নেতৃত্ব ৷

মার্কিন ওই সংবাদমাধ্যমের রিপোর্টে নাম প্রকাশে অনিচ্ছুক ফেসবুক আধিকারিকদের উদ্ধৃত করেই ভারতে সংস্থার পলিসি এক্সিকিউটিভ পদে থাকা আঁখি দাসের বিরুদ্ধে অভিযোগ তোলা হয় ৷

অভিযোগ, তেলেঙ্গানার বিজেপি বিধায়ক রাজা সিং মুসলিমদের নিশানা করে পোস্ট করলেও আঁখি দাসের হস্তক্ষেপেই তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি ফেসবুক কর্তৃপক্ষ ৷ অভিযোগ, আঁখি সংস্থার কর্মী, আধিকারিকদের বোঝান, বিজেপি নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে ভারতের ফেসবুকের ব্যবসা মার খাবে ৷

কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে, আঁখি দাসের বিরুদ্ধে ওঠা এই অভিযোগের সত্যতা যাচাইয়ে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করুন জুকেরবার্গ ৷ পাশাপাশি ভারতে ফেসবুকের টিম কীভাবে কাজ করছে, তা খতিয়ে দেখা হোক৷ যতদিন না পর্যন্ত তদন্ত শেষ হচ্ছে, ততদিন ভারতের জন্য নতুন টিম নিয়োগ করা হোক ৷ পাশাপাশি, ২০১৪ সাল থেকে ভারতে যত বিদ্বেষমূলক পোস্ট করা হয়েছে, তার জনসমক্ষে আনুক ফেসবুক ৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*