অমৃতা ঘোষ :- ওজন বেশি হওয়ার জন্য অলিম্পিক্স থেকে ছিটকে গেলেন ভিনেশ।
প্যারিসে স্বপ্নভঙ্গ হল ভিনেশ ফোগতের। বুধবার রাতে অলিম্পিকে সোনা জয়ের লক্ষ্যে নামার কথা ছিল তাঁর। কিন্তু তার আগেই মিলল দুঃসংবাদ।
মহিলাদের ৫০ কেজি বিভাগের ফাইনালে উঠেছিলেন ভিনেশ। কিন্তু এদিন ওজন নেওয়ার সময়ে দেখা যায়, একশো গ্রাম ওজন বেশি রয়েছে তাঁর। আর এই নিয়ম লঙ্ঘন করার জন্য পদক হাতছাড়া হতে চলেছে তারকা কুস্তিগিরের। প্যারিস অলিম্পিকে মঙ্গলবার রুপো নিশ্চিত করে ফেলেছিলেন ভারতীয় কুস্তিগির ভিনেশ ফোগত। দেশের প্রথম মহিলা কুস্তিগির হিসেবে সেমি ফাইনালে উঠে আগেই নজির গড়েছিলেন তিনি। মঙ্গলবার কিউবার গুজম্যানকে হারিয়ে ফাইনালে জায়গা করে নেন ভিনেশ। তাঁর দু’ চোখ ভরে ছিল সোনার পদকের স্বপ্ন। দেশবাসীও সেই অপেক্ষায় প্রহর গুনছিলেন। কিন্তু বুধবার সকালে প্যারিস থেকে উড়ে এল খারাপ খবর। জানা যায়, প্যারিস অলিম্পিকে মহিলাদের ৫০ কেজি ফ্রি-স্টাইল কুস্তির ফাইনালে নাও নামতে পারেন ভিনেশ ফোগত। অলিম্পিক থেকে তাঁকে ছেঁটে ফেলা হল। কারণ হিসাবে সামনে আসে, তাঁর ওজন বেড়ে গিয়েছে। তাই তিনি ফাইনালে ডিসকোয়ালিফাই হতে পারেন। নিয়ম অনুযায়ী, ইভেন্টের দুই দিনই একই ওজন থাকতে হয়। কিন্তু ভিনেশ ফোগতের ১০০ গ্রাম ওজন বেড়ে গিয়েছে। যে কারণে তাঁকে অলিম্পিক থেকে বাদ দেওয়া হয়েছে।
Be the first to comment