‘আমরা একজন দক্ষ নেতাকে হারালাম’, কল্যাণ সিংয়ের বাসভবনে শেষ শ্রদ্ধায় বললেন মোদী

Spread the love

শেষ দর্শনের জন্য নিজের বাসভবনে শায়িত রাখা রয়েছে উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং-এর মরদেহ। এই সময়ে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে লখনউয়ের বাসভবনে পৌঁছন একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব। সেখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে দিল্লি থেকে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।

উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে গিয়ে মোদী বলেন, ‘এটা আমাদের সকলের জন্য শোকের সময়।’ তিনি বলেন, ‘আমরা এক দক্ষ নেতাকে হারালাম। আমি ভগবান রামের কাছে প্রার্থনা করি যাতে ওনাকে চরণতলে স্থান দেন ও ওনার পরিবারকে এই যন্ত্রণা সহ্য করার শক্তি দেন।’

প্রধানমন্ত্রীর দফতরের তরফে টুইট করে বলা হয় মোদী জানিয়েছেন, ‘জনকল্যানকেই শ্রী কল্যাণ সিং জি নিজের জীবনের মন্ত্র বানিয়েছিলেন। তিনি উত্তরপ্রদেশ ও দেশের উন্নয়নে কাজ করেছেন। সততা ও সুষ্ঠ প্রশাসনের সমার্থক হয়ে উঠেছিলেন তিনি’। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ছাড়াও উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে তাঁর বাসভবনে গিয়েছিলেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংও।

উল্লেখ্য, শনিবার রাতে প্রয়াত উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কল্যাণ সিং। বয়স হয়েছিল ৮৯। দীর্ঘ অসুস্থতার পর শনিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গত ৪ জুলাই থেকে গুরুতর অসুস্থ হয়ে লখনউ-এর সঞ্জয় গান্ধী পোস্ট গ্রাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। দীর্ঘদিন ধরেই তাঁর চেতনা ছিল না। তাঁকে ICU-তে রাখা হয়েছিল। মাল্টি অর্গান ফেলিওরের জেরে মৃত্যু হয় এই নেতার।

তাঁর মৃত্যুতে তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে উত্তরপ্রদেশ সরকার। আগামী সোমবার নারোরা এলাকার গঙ্গাঘাটে কল্যাণ সিংয়ের শেষকৃত্য সম্পন্ন হবে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সোমবার রাজ্যে ছুটি ঘোষণা করেছেন। প্রসঙ্গত, দু’বারের জন্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছিলেন কল্যাণ সিং। ১৯৯১ সালের জুন থেকে ১৯৯২ সালের ডিসেম্বর এবং পুনরায় ১৯৯৭ সালের সেপ্টেম্বর থেকে ১৯৯৯-এর নভেম্বর পর্যন্ত উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*