ক্রাইস্টচার্চের মসজিদে গুলি চালানোর ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলেন বাংলাদেশি ক্রিকেটাররা। এদিন গুলি চলার সময় মসজিদ সংলগ্ন এলাকাতেই ছিলেন তামিম ইকবালরা। তাঁরা গুলির আওয়াজ শুনে দৌড়ে বাইরে বেরিয়ে আসেন। এরপরই একটি টুইট করেন বাংলাদেশি ক্রিকেটার তামিম ইকবাল। লেখেন, একটুর জন্য প্রাণে বেঁচেছে গোটা দল। আমরা ভীত।
এদিকে হামলার কারণেই সফরের মাঝপথেই নিউজিল্যান্ড থেকে ফিরছে বাংলাদেশ ক্রিকেট দল। বন্দুকবাজের হামলার ঘটনার জন্য ক্রাইস্টচার্চে তৃতীয় টেস্ট বাতিল। শনিবার টেস্ট শুরুর কথা ছিল। নিরাপত্তার অভাবে মাঝপথে সফর বাতিল। সফর বাতিল করলো বাংলাদেশ।
একজন বাংলাদেশি সাংবাদিক একটি ভিডিয়ো পোস্ট করেন। ভিডিয়োতে দেখা যাচ্ছে, বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা আতঙ্কিত হয়ে মসজিদ চত্বর ছেড়ে বেরিয়ে আসছেন।
Be the first to comment