খাড়গের ছবিতে কালি লেপে ‘তৃণমূলের দালাল’ লেখা হলো

Spread the love

রোজদিন ডেস্ক :- আজ কলকাতায় প্রদেশ কংগ্রেস অফিসের দেয়ালে খাড়গের ছবিতে কালি লেপে দেয়া হয়।
মমতার পাশে দাঁড়িয়ে অধীরকে নিশানা করেছিলেন মল্লিকার্জুন খাড়গে। তারপর থেকেই প্রদেশ কংগ্রেসের অন্দরে ক্ষোভের ছবি সামনে এসেছিল।
রবিবার দেখা গেল প্রদেশ কংগ্রেস অফিসের বাইরে মল্লিকার্জুন খাড়গের একাধিক ছবিতে কালি লাগানো হয়েছে। শুধু তাই নয়, তার উপর লিখে দেওয়া হয়েছে ‘তৃণমূলের দালাল’।
ইন্ডিয়া জোট ইস্যুতে মমতার পাশে দাঁড়িয়েছিলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় যা বলেছেন তাতে বোঝা যায় তিনি জোটে আছেন- এমনটাই বলেন তিনি।
মল্লিকার্জুন খাড়গে বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় জোটের সঙ্গে আছেন, সেটা স্পষ্ট।
অধীর চৌধুরী সিদ্ধান্ত নেওয়ার কেউ নন, সিদ্ধান্ত নেয় হাইকম্যান্ড। আমরা যে সিদ্ধান্ত নেব, সেটাই চূড়ান্ত হবে। আমাদের সিদ্ধান্ত না মানলে বেরিয়ে যেতে হবে।’
গতকাল মুম্বইয়ে ইন্ডিয়া জোটের সাংবাদিক বৈঠকে কড়া বার্তা দিয়েছিলেন কংগ্রেস সভাপতি।
যদিও তারপরেও নিজের অবস্থানে অনড় থেকেছেন অধীর চৌধুরী। তাঁর তোপ, ‘বাংলায় কংগ্রেসকে শেষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতার বিরোধিতা থেকে সরে আসার কোনও প্রশ্নই নেই। মমতার নেতৃত্বে বাংলার কংগ্রেসকে খতম করা হয়েছে বছরের পর বছর।”
গতকাল অধীর চৌধুরীকে কটাক্ষ করেছেন কংগ্রেসের সভাপতি। এরপর থেকেই প্রদেশ কংগ্রেসের একাধিক নেতা ভয়ঙ্কর ক্ষুব্ধ। তাঁরা প্রতিবাদ করেছেন। এরপর শনিবার রাতে প্রদেশ কংগ্রেসের অফিসের বাইরে যে একাধিক হোর্ডিং রয়েছে, যেখানে রাহুল গাঁধী, সনিয়া গাঁধী ও মল্লিকার্জুন খাড়গের ছবি রয়েছে। সেখানে খাড়গের ছবির উপরে কালি লাগানো হয়েছিল।
সকালে এই ছবি দেখা যেতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
সূত্রের খবর, অধীর চৌধুরী এই ঘটনার কড়া নিন্দা করেছে। তিনি এখন বহরমপুরে। সূত্রের খবর, তিনি নির্দেশ দিয়েছেন এই ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করার। সেই মতো থানায় গিয়ে অভিযোগ জানিয়েছে কংগ্রেস নেতৃত্ব। পাশাপাশি ওই হোর্ডিংগুলি থেকে কালি মুছে দেওয়ার কাজ চলছে। কিছু হোর্ডিং খুলে ফেলা হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*