গত কয়েকদিন ধরেই প্রায় তিন হাজারের কাছাকাছি পৌঁছে গিয়েছিল বাংলার দৈনিক করোনা আক্রান্তের সংখ্যাটা। রাজ্যজুড়ে মারণ ভাইরাসের দাপট নতুন করে ফেলে চিন্তায়। তবে গত ২৪ ঘণ্টায় সামান্য কমল সংক্রমণ। যদিও বেশ উদ্বেগজন ঊর্ধ্বমুখী পজিটিভিটি রেট। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের নিরিখে কলকাতাকেও ছাপিয়ে গেল উত্তর ২৪ পরগনা।
সোমবার রাজ্য স্বাস্থ্যদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ১৯১৫ জন। গতকাল যে সংখ্যাটা পৌঁছে গিয়েছিল প্রায় তিন হাজারের কাছে। দৈনিক পজিটিভিটি রেট বেড়ে হয়েছে ২১ শতাংশ। এর মধ্যে শুধু কলকাতাতেই একদিনে আক্রান্ত ৪৯৮ জন। তবে সংক্রমণের দিক থেকে একদিনে তিলোত্তমাকেও টপকে গেল উত্তর ২৪ পরগনা। এই জেলায় একদিনে আক্রান্ত ৫৪৮ জন। দক্ষিণ ২৪ পরগণা এবং হুগলিতে সংক্রমিত যথাক্রমে ১৭২ ও ১০৬ জন। তালিকায় এরপরই রয়েছে পশ্চিম বর্ধমান। সেখানে একদিনে ৯২ জনের শরীরে থাবা বসিয়েছে কোভিড।
এদিকে এখনও মারণ ভাইরাস কাড়ছে প্রাণ। গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে তিনজনের। এ রাজ্যে মারণ ভাইরাসের বলি মোট ২১ হাজার ২৪৬ জন।
Be the first to comment