গোতাবায়ার বিমান ভারতে নামার অনুমতি দিল না কেন্দ্র

Spread the love

বুধবার ইস্তফা দেওয়ার কথা শ্রীলঙ্কার বিদায়ী প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের ৷ এই মুহূর্তে তিনি কোথায় আছেন তা এখনও স্পষ্ট নয়৷ যদিও শ্রীলঙ্কার সংসদের স্পিকারের দাবি, প্রেসিডেন্ট দেশেই আছেন ৷ এরই মধ্যে মঙ্গলবার ভারত সরকার জানিয়ে দিল, দেশের কোনও সাধারণ বিমানবন্দরে নামতে দেওয়া হবে না গোতাবায়ার সামরিক বিমান ৷

সংবাদসংস্থা এসবিএস সিংহালা জানাচ্ছে, প্রেসিডেন্ট লঙ্কাদ্বীপ ছেড়ে কোনও নিরাপদ আশ্রয় চাইছেন ৷ ওই সংবাদসংস্থা আরও জানাচ্ছে, ভারত সরকার জানতে পেরেছে শ্রীলঙ্কার বিমানবাহিনীর এএন৩২ বিমানে চেপে ভারতের কোনও বিমানবন্দরে নামার ইচ্ছাপ্রকাশ করেছেন গোতাবায়া ৷

এদিকে কলম্বোয় মার্কিন দূতাবাসও জানিয়ে দিয়েছে তারা রাজাপক্ষেকে কোনও ভিজিটর ভিসা দেবে না ৷ ভারত ও আমেরিকা দুই দেশই বেঁকে বসায় চাপে পড়েছেন গোতাবায়া ৷ শ্রীলঙ্কার বর্তমান অস্থিরময় রাজনৈতিক পরিস্থিতিতে গোতাবায়াকে ভারতে নামতে দেওয়াটাও ঠিক হবে না বলে মনে করছে কেন্দ্র ৷ আন্তর্জাতিক মহলের মতে, এরপর আরও অনেক দেশই ভারত ও আমেরিকার পথই অনুসরণ করবে ৷ 

গোতাবায়ার মতো তাঁর ছোট ভাই বাসিল রাজাপক্ষে দেশে ছেড়ে পালানোর চেষ্টা করেছিলেন৷ সোমবার মধ্যরাতে কলম্বো বিমানবন্দরেও যান ৷ কিন্তু বিমানবন্দরের দফতরের অভিবাসন দফতর এবং সাধারণ যাত্রীরা আপত্তি তোলেন৷ তাদের বাধাতেই বিমানবন্দর থেকে ফিরে আসতে বাধ্য হন শ্রীলঙ্কার প্রাক্তন অর্থমন্ত্রী ৷ জানা গিয়েছে, তাঁর দুবাই যাওয়ার পরিকল্পনা ছিল৷ রাজাপক্ষে পরিবারের আরও এক সদস্য প্রাক্তন প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষেরও কোনও খোঁজ নেই ৷ তিনি শ্রীলঙ্কায় নাকি অন্য কোনও দেশে পাড়ি দিয়েছেন সেটা স্পষ্ট নয় ৷ 

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*