রোজদিন ডেস্ক :- আজ দক্ষিণবঙ্গের ৭ টি লোকসভা কেন্দ্রে চলছে পঞ্চম দফার ভোট পর্ব। সকাল থেকে আকাশ ঝকঝকে পরিষ্কার থাকলেও ঘণ্টা খানেকের মধ্যেই মিলতে চলেছে স্বস্তি। দুপুর ২ টোর মধ্যেই বড় স্বস্তির সঙ্কেত দিল আবহাওয়া দফতর। আবহাওয়ার ভোল বাদল হতে চলেছে..
সোমবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলায় এমনটাই পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর।
ভোটদানের সময়ের মধ্যেই তুমুল বৃষ্টির পূর্বাভাস রয়েছে হাওড়া, হুগলি ও উত্তর ২৪ পরগনায়।
আবহাওয়া দফতরের রিপোর্ট অনুসারে তিন জেলাতেই দাপটে হবে ঝড় বৃষ্টি । সেই সঙ্গে ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টায় বেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া। আবহাওয়া দফতর ইতিমধ্যেই এই ৩ জেলায় বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। কিছুদিন আগেও হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাতের দাপটে প্রাণ গিয়েছিল ১৩ জনের। শুধু মালদা জেলাতেই ১১ জনের প্রাণ যায়। তাই ৩ জেলার মানুষকে এই সময় ঘরে থাকার পরামর্শ দিয়েছে আবহাওয়া দফতর।
সোমবার থেকে গোটা সপ্তাহ জুড়েই ঝড়বৃষ্টি চলবে রাজ্যে। পাশপাশি মৌসম ভবনের পূর্বাভাস, নির্ধারিত সময়ের ৩ দিন আগে ২২ মে বর্ষা ঢুকছে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও দক্ষিণ আন্দামান সাগর সহ নিকোবর দ্বীপপুঞ্জে। কেরালাতেও নির্ধারিত সময়ের একদিন আগে পৌঁছে যাবে মৌসুমী বায়ু।
তবে সোমবারের এই বৃষ্টি বর্ষার বৃষ্টি নয়।
Be the first to comment