টাকা নিয়ে নয়; নতুন ছাত্র-ছাত্রীদের বরণ করুন ফুল দিয়ে, জানালেন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়

Minister Subrata Mukherjee along with other minister at Nabanna, Howrah, after the first cabinet meeting in the new West Bengal secretariat which has been transferred from Writers Building Kolkata. Express Photo by Partha Paul. 22.10.2013. Kolkata.
Spread the love

কলেজে ভরতিতে তোলাবাজির অভিযোগের আবহে তৃণমূল ছাত্রপরিষদ নেতৃত্বকে কড়া বার্তা দিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়৷ শনিবার তৃণমূল ছাত্র পরিষদের বৈঠকে সুব্রত স্পষ্ট জানিয়ে দিলেন, টাকা নিয়ে নয়, নতুন ছাত্র-ছাত্রীদের বরণ করুন ফুল দিয়ে৷

 চলতি বছরে কলেজগুলিতে পড়ুয়া ভরতিতে একাধিক জায়গায় তোলাবাজির অভিযোগ উঠেছে৷ বহু ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা অভিযোগ করেছেন, ভরতির নামে হাজার হাজার টাকা চাওয়া হচ্ছে৷ ঘটনায় আগেই তৃণমূল ছাত্রপরিষদকে সতর্ক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ সভানেত্রীর পদ থেকে সরানো হয় জয়া দত্তকে৷ এ দিন বৈঠকে জয়া দত্তকে আহ্বায়ক করে নতুন উপদেষ্টা কমিটি তৈরি করা হল৷ আগামী সাতদিনের নতুন সভাপতি ও কমিটি ঘোষণা করা হবে৷
এ দিন সুব্রত বলেন, ‘টাকা পয়সা দু এক নেয়, আর সবার বদনাম হয়৷ এ ব্যাপারে সচেতন থাকুন৷ ছাত্র রাজনীতিতে বিতর্ক হলে, তার প্রভাব মূল রাজনীতিতেও পড়ে৷ তাই সতর্ক হয়ে রাজনীতি করুন৷’

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*