রাজ্যের ৩০টিরও বেশি অঞ্চল ডেঙ্গি পরিস্থিতি ভাবাচ্ছে প্রশাসনকে। স্পর্শকাতর অঞ্চলগুলিতে ডেঙ্গি সংক্রমণ কমানোর জন্য জেলাশাসক-সহ সরাকির উচ্চপদস্থ আধিকারিকদের নির্দেশ দিলেন স্বরাষ্টসচিব বিপি গোপালিকা। রবিবার সকালে বিভিন্ন জেলার জেলাশাসক, মিউনিসিপল কমিশনার, বিভিন্ন জেলার মেডিক্যাল কলেজ-সহ স্বাস্থ্য দফতরের আধিকারিকদের সঙ্গে জরুরি ভার্চুয়াল বৈঠক করেন স্বরাষ্টসচিব। সকাল ১১ টা থেকে প্রায় দেড় ঘণ্টার বৈঠক ভার্চুয়ালি করেন তিনি। সেখানে একগুচ্ছ নির্দেশ দেন তিনি।
মালদহ, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার একাধিক অঞ্চলে ডেঙ্গি সংক্রমণ বাড়ছে। অভিযোগ, কেন্দ্রের বিভিন্ন প্রকল্পে জল জমে থাকছে। প্রয়োজনীয় পদক্ষেপ নিতে কেন্দ্রকে চিঠি লেখার জন্য জেলাশাসকের নির্দেশ দেন স্বরাষ্টসচিব। হাসপাতালগুলিতে রক্তের যাতে সংকট না হয় সেদিকে নজর দিতে বলেন তিনি। একই সঙ্গে রেফার বন্ধে মেডিক্যাল কলেজের প্রিন্সিপালদের, সুপারদের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রসচিব। পাশাপাশি, নর্দমায় জল যাতে জতে না পারে তার জন্য পুরসভার কমিশনারদের নির্দেশ দেওয়া হয়েছে।
Be the first to comment