তৃণমূল কংগ্রেসের সাথে পাল্লা দিতে এবার ধর্ণায় বিজেপি

Spread the love

ফাইল ছবি,

তৃণমূল কংগ্রেসের সাথে পাল্লা দিতে এবার ধর্ণায় বসলো রাজ্য বিজেপি। বাংলার প্রতিটা বুথকে সুপার সেন্সিটিভ দাবী করে বিজেপির কমিশনে যাবার পর আজ সকাল ১০টা থেকেই ধর্মতলায় রানী রাসমনি অ্যাভিনিউতে অবস্থান বিক্ষোভে বসেছেন তৃণমূল মহিলা কংগ্রেসের সদস্যরা।

বিজেপির কমিশনে যাওয়া প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলেছেন যে এটা বাংলার মানুষকে অপমান করা হয়েছে। আর সেই কথা মতোই তৃণমূল মহিলা কংগ্রেসের সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে এই বিক্ষোভ সমাবেশে বসেছে তৃণমূল মহিলা কংগ্রেস।

এবার তৃণমূল কংগ্রেসের সাথে পাল্লা দিতেই কলকাতার রাস্তায় ধর্নায় বসছেন ১২০ জন প্রাক্তন আইপিএস অফিসার এমনটাই দাবী বিজেপির পক্ষ থেকে।

জানা গেছে রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন দাবি নিয়ে এই আন্দোলন৷ ধর্ণায় যোগ দেবেন বিজেপি নেত্রী ও প্রাক্তন আইপিএস অফিসার ভারতী ঘোষ৷ এছাড়াও উপস্থিত হবেন বিজেপির রাজ্যের সাধারণ সম্পদক সায়ন্তন বসু, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এই ধর্ণা চলবে ৩৬ ঘন্টা ধরে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*