তৃতীয়বারের জন্য শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী..

Spread the love

রোজদিন ডেস্ক :- ভারতের প্রধানমন্ত্রী পদে রবিবার সন্ধ্যায় তৃতীয়বারের জন্য শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদী। শপথ গ্রহণ অনুষ্ঠানকে কেন্দ্র করে রাষ্ট্রপতি ভবনে অনুষ্ঠান পূর্ববর্তী প্রস্তুতি শিখরে প্রায়।

এদিন শপথ অনুষ্ঠানে সাত দেশের রাষ্ট্রপ্রধান উপস্থিত থাকতে পারেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিঙ্ঘে, নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহাল ওরফে প্রচণ্ড, মালদ্বীপের রাষ্ট্রপতি মহম্মদ মইজ্জু, ভুটানের রাজা জিগমে খেসার নামগয়াল ওয়াংচুক, মরিশাসের প্রধানমন্ত্রী প্রবীন্দ জুগনথ এবং পূর্ব আফ্রিকার দেশ সেশেলসের ভাইস প্রেসিডেন্ট আহমেদ আফিফ উপস্থিত থাকতে পারেন।

রবিবার সন্ধ্যার এই শপথ অনুষ্ঠানে রাষ্ট্রপতির কাছে শপথবাক্য পাঠ করবেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানকে ঘিরে শনিবার থেকেই বহুস্তরীয় নিরাপত্তায় মুড়ে ফেলা হয় নয়াদিল্লি। জানা যাচ্ছে, শপথগ্রহণ অনুষ্ঠানে আট হাজার জনের বেশি অতিথি উপস্থিত থাকবেন।
পুলিশ ছাড়াও প্যারামিলিটারি ফোর্স, এনএসজি কম্যান্ডোরা রবিবারের শপথগ্রহণ অনুষ্ঠানের নিরাপত্তার দায়িত্বে আছেন। স্নাইপারের পাশাপাশি নজরদারি চালানো হবে ড্রোন দিয়েও।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*