জঙ্গলমহলে বিনিয়োগ হচ্ছে ৭২ হাজার কোটি টাকা। লাখ লাখ যুবক, যুবতী আগামী দিনে কর্মসংস্থান পাবেন। পুরুলিয়ায় পাড়ার জনসভা থেকে এমনটাই জানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
এদিন পুরুলিয়ার পাড়ায় ফের একবার বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন দলনেত্রী। জানান, ‘ওরা আমার মাথায় মেরেছে, হাতে মেরেছে, পাটা বাকি ছিল, সেখানেও মেরেছে। ওরা জানে না , আমি ভাঙব, কিন্তু মচকাবো না। মা বোনেদের দুটো পা দিয়ে আমি চলব। ‘
জঙ্গলমহল পাখির চোখ তৃণমূল-বিজেপি দুই রাজনৈতিক দলেরই। লোকসভা নির্বাচনে জঙ্গলমহলে আশ্চর্য উত্থান হয়েছিল গেরুয়া শিবিরের। সেই জয়ের ধারা অব্যহত রাখতে ময়দানে নেমেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জঙ্গলমহলে সভাও করেছিলেন তিনি। এদিনের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করেছিলেন তিনি। কিন্তু জঙ্গলমহলের গিয়ে বিজেপির বিরুদ্ধে আক্রমণে সুর চড়ালেও মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের সিংহভাগজুড়ে ছিল জঙ্গলমহলের উন্নয়নের প্রতিশ্রুতি।
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘জঙ্গলমহলে বিনিয়োগ হতে চলেছে ৭২ হাজার কোটি টাকা। কাজ পাবে লাখ লাখ ছেলে-মেয়ে। পারা, রঘুনাথপুরজুড়ে শিল্পনগরীতে বিনিয়োগ হবে ২৫ হাজার কোটি টাকা।’ পুরুলিয়ার ৫০ শতাংশ মানুষের কাছে পরিশ্রুত জল পৌঁছে দেওয়া হবে।’ তিনি আরও জানান, ‘পুরুলিয়ায় অনেক শুকনো জমি রয়েছে, যেখানে চাষ হয়না। এই জমিগুলিতে ৫৮ হাজার কোটি টাকা খরচ করে জল স্বপ্ন প্রকল্প তৈরি করছি।’
পাশাপাশি, এদিনের সভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, ভয় পেয়েই তার পা ভাঙার চেষ্টা করেছিল বিজেপি। কিন্তু তিনি ভয় পাননা। মুখ্যমন্ত্রীর হুঙ্কার, ‘আমি ভাঙব, তবু মচকাবো না। মা বোনেদের পা দিয়ে চলব।’
অন্যদিকে, এদিন শিক্ষক নিয়োগ নিয়ে বড় ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘আমরা ডবল টিচার নিয়োগ করব। যাতে আরও বেশি শিক্ষক নিয়োগ হয়।’ ১০০ দিনের কাজ বৃদ্ধি করার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর আশ্বাস, ‘৫০ শতাংশ বেকারত্ব কমিয়েছি। আরও ৫০ শতাংশ কমাব।’
Be the first to comment