চার ঘণ্টার জেরা৷ বিধ্বস্ত অবস্থায় ১৬ তলা থেকে নামলেন তিনি৷ ক্যামেরা-বুমের ঝলকানি টপকে রক্ষীদের কাঁধে ভর করে তাঁর .. ৬৬৬৬ গাড়িতে উঠলেন তিনি৷ রীতিমতো বিধ্বস্ত৷ নিজাম প্যালেসে ঘুরতে শুরু করল অনুব্রত মণ্ডলের কালো গাড়িটা৷
একটু পথ গিয়েই চমক৷ চোখের সামনে ভেসে উঠল কয়েক সপ্তাহ আগে সেই সময়টা৷ সেদিন চিনার পার্কের বাড়ি থেকে বেরিয়ে নিজাম প্যালেসের বদলে এভাবেই এসএসকেএম মুখী হয়েছিলেন বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের গাড়িটা৷ আজ নিজাম প্যালেস থেকে বেরিয়ে কেষ্টর গাড়ি ঢুকল এসএসকেএমের জরুরি বিভাগে৷ বেশ কয়েকঘণ্টা সেখানেই ভর্তি তিনি৷ এরপরই প্রশ্ন, কী হয়েছে অনুব্রতর? তিনি কি সত্যিই অসুস্থ?
হাসপাতাল সূত্রে খবর, তাঁর বুকে ব্যথা৷ রুটিন কিছু চেক আপও রয়েছে৷ শারীরিক অস্বস্তি থাকায় উডবার্ন ওয়ার্ডে নিয়ে যাওয়া হয় কেষ্টকে৷ চিকিৎসকদের একটি দল খুঁটিয়ে পরীক্ষা করতে শুরু করে বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতাকে৷ মাস খানেক আগেই অণ্ডকোষের সমস্যা নিয়ে এসএসকেএমে ভর্তি হয়েছিলেন অনুব্রত৷ বেশ কয়েকদফা অণ্ডকোষ চিকিৎসার পর কিছুটা সুস্থ হয়ে চিনার পার্কের বাড়ি ফেরেন কেষ্ট৷ এর সঙ্গে রয়েছে তাঁর শ্বাসকষ্ট, হৃৎপিণ্ড জনিত সমস্যা৷ রয়েছে আরও শারীরিক সমস্যাও৷
বৃহস্পতিবার সকালে নিজাম প্যালেসে ঢোকার সময় যেভাবে বুকে হাত দিতে দেখা যায় অনুব্রতকে তাতেই সন্দেহ তৈরি হচ্ছিল, হয়তো শারীরিক সমস্যা তখন থেকেই ছিল৷ চারঘণ্টার ম্যারাথন জেরার পর বিধ্বস্ত অনুব্রতর শারীরিক পরিস্থিতি আরও কতটা অবনতি হয়েছে সেটাই পরীক্ষা করতে সম্ভবত এসএসকেএমে যাওয়া৷ সূত্রের খবর, সম্প্রতি অস্ত্রোপচার হওয়া অনুব্রতর একাধিক শারীরিক পরীক্ষা পরই তাঁকে হাসপাতাল থেকে ছাড়া হবে না৷ ফের তিনি ভর্তি হবেন সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে৷
Be the first to comment