অমৃতা ঘোষ :-
‘ধর্ম হোক যার যার
বড়মা সবার ‘
উওর ২৪পরগনা জেলার নৈহাটি যেনো আলাদা মাত্রায় পূর্ণতা পায় “বড়মা” এর জন্য। ভক্তেরা বিশ্বাস করেন যে ‘বড়মা ‘ কাওকে খালি হাতে ফেরান না। সেই বিশ্বাস থেকেই দূর দূরান্ত থেকে ভক্ত সমাগম ঘটে নৈহাটির এই বড়মা মন্দিরে।
গঙ্গার ঠিক পাশেই মন্দিরটি অবস্থিত। যে ঘাটের কাছাকাছি মন্দিরটি অবস্থিত সেটা নৈহাটি ফেরী ঘাট নামে পরিচিত। প্রতিদিন বহু মানুষ চলাচল হয় এই পথে। তাঁর সাথে তো ‘বড়মা ‘ এর দর্শনার্থী সমাগমে যেনো জমজমাট জায়গা।
মন্দির কমিটির তরফে মাইক নিয়ে বারংবার বলা হয়েছে ঘাটের ধারে যেনো গাড়ি পার্কিং না করা হয়। কিন্তু কে শোনে কার কথা, হরপা বানের ফলে তিনটে গাড়ি জলের মধ্যে চলে যায়।
স্থানীয় মানুষদের সহযোগিতায় এবং নৈহাটির পৌরপ্রধান অশোক চট্টোপাধ্যায় এর সহযোগিতায় গাড়ি গুলি পাড়ে নিয়ে আসা হয়।
অশোক বাবু এই বিষয়ে বলেন, বড়মা কমিটি তরফে বারবার বলা হয়েছে ঘাটের ধারে গাড়ি পার্কিং না করার কথা । মানুষ সতর্ক না হলে আমাদের কিছু করার নেই । দায়বদ্ধতার জেরে ছুটে আসতে হয়। গঙ্গায় জোয়ার আসবে, হরপা বান আসবে সেটা তো আটকানো যাবেনা, আমাদের কেই সতর্কতা অবলম্বন করতে হবে আর কি।
Be the first to comment