প্রয়াত রামোজি ফিল্মসিটির প্রতিষ্ঠাতা রামোজি রাও..

Spread the love

রোজদিন ডেস্ক :- প্রয়াত হলেন রামোজি গ্রুপের প্রতিষ্ঠাতা রামোজি রাও।
১৯৩৬ সালের ১৬ নভেম্বর জন্মগ্রহণ করেছিলেন রামোজি রাও। দেশের সবথেকে বড় ফিল্ম সিটি, রামোজি ফিল্ম সিটির প্রতিষ্ঠাতা তিনি। পাশাপাশি ইনাডু সংবাদপত্র, ইটিভি নেটওয়ার্ক, উষাকিরণ মুভিজ কোম্পানির মালিক। একাধারে ব্যবসায়ী, মিডিয়া উদ্যোগপতি ও চলচ্চিত্র প্রযোজকও।
শোকের ছায়া সংবাদ জগতে। ভারতীয় সংবাদমাধ্যমে তাঁর অবদান অবিস্মরণীয়।
সংবাদ সংস্থা সূত্রের খবর, দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি।

গত ৪ জুন শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাঁকে হায়দরাবাদের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। শনিবার ভোর ৩টে ৪৫ মিনিটে ওই হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর।
রামোজি ফিল্মসিটির প্রতিষ্ঠাতা রামোজি রাওয়ের মৃত্যুতে টুইটারে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, ” রামোজি রাওয়ের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। তিনি ভারতীয় মিডিয়াতে বিপ্লব ঘটিয়েছিলেন। মিডিয়ার পাশাপাশি বিনোদন জগতেও তাঁর অবদান অনস্বীকার্য। এই কঠিন সময়ে তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং অগণিত ভক্তদের প্রতি সমবেদনা জানাই।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*