অমৃতা ঘোষ :- টানা ৩ দিন বৃষ্টির পর আজ খানিকটা হালকা বৃষ্টির দরুন বন্ধ হয়ে থাকা অন্ডাল বিমান বন্দর থেকে উড়ল উড়ো জাহাজ। আজ থেকে ফের অন্ডাল বিমানবন্দরে চালু হলো উড়ান পরিষেবা। দিল্লি-সহ ৩টি বিমান উড়বে কাজি নজরুল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে।
মূলত ,বৃষ্টির জল জমে একাধিক যন্ত্রাংশ বিকল হয়ে পড়ায়, প্রযুক্তিগত সমস্যা দেখা দিয়েছিল। সেই কারণে শুক্রবার থেকে অন্ডাল বিমানবন্দরে উড়ান পরিষেবা বন্ধ ছিল।
ভারী বর্ষণে জল জমেছিল কলকাতা বিমানবন্দরেও। যদিও শেষ অবধি পাওয়া খবরে জানা গিয়েছে, এই মুহূর্তে কলকাতা বিমানবন্দরে স্বাভাবিক রয়েছে পরিষেবা।
একটানা ভারী বৃষ্টি। আর তাতে বাড়ল একাধিক নদীর জলস্তর। কোথাও রাস্তা জলের তলায় চলে গিয়ে বিচ্ছিন্ন হল যোগাযোগ। কোথাও নদীর জলস্তর বেড়ে গিয়ে সেতু জলের তলায় চলে গিয়ে স্তব্ধ হল যোগাযোগ। জল জমে গেল একাধিক জায়গায়। প্রবল বৃষ্টিতে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বিপর্যস্ত হল জনজীবন। উত্তরবঙ্গে বৃষ্টি-ভোগান্তি অব্য়াহত। ভারী বৃষ্টিতে জলমগ্ন দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গা। শুক্রবার পশ্চিম বর্ধমানের অন্ডালে একটানা বৃষ্টিতে জলের তলায় চলে যায় রেলের সাবওয়ে।
Be the first to comment