চিরন্তন ব্যানার্জি :- সোমবার বিধানসভায় ভাঙরের বিধায়ক তথা আইএসএফের নেতা নওসাদ সিদ্দিকির সঙ্গে দেখা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুজনের মধ্যে বেশ কিচ্ছুক্ষণ ধরে কথাও হয়। তা নিয়ে বিধানসভায় শুরু হয়ে গেলো তুমুল জল্পনা।
প্রসঙ্গত, নওসাদ সিদ্দিকিকে অনেক আগেই তৃণমূলের তরফ থেকে দলে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। নওসাদ তাতে রাজি হননি। বরং বাম, কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে লড়েছিলেন। এর আগে তিনি বারবারই বলেছেন তৃণমূলের সঙ্গে হাত মেলানোর কোনও প্রশ্ন নেই।
এদিন বিধানসভায় দেখা যায়, পুরমন্ত্রী ফিরহাদ হাকিম নওসাদের কানের কাছে মুখ এনে তাঁকে কিছু বলছেন। পরে জানা যায়, ফিরহাদ তাঁকে বলেছিলেন, তোমাকে মুখ্যমন্ত্রী ডাকছেন। মন্ত্রীর কথা শেষ হতেই নওসাদ তাঁর আসন ছেড়ে উঠে পড়েন। তারপর বিধানসভা কক্ষের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে কথা বলেন নওসাদ।
এরপর সাংবাদিকরা জানতে চান, মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার প্রতিপাদ্য কী ছিল? নওসাদ তখন বলেন, ফুরফরা শরিফের ব্যাপারে ব্যক্তিগত কিছু কথা ছিল।
Be the first to comment