‘ভোট চাইতে এসে যদি বিজেপি টাকা দিতে আসে তবে আপনি নিয়ে নেবেন,ওটা আপনার টাকা ‘ : অভিষেক

Spread the love

রোজদিন ডেস্ক :- আজ আরামবাগ লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী মিতালি বাগের সমর্থনে জনসভায় উপস্থিত ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ওখানে আজ সভা থেকে নানা রকম বিস্ফোরক উক্তি করেন অভিষেক। ২০১৯ সালে এই কেন্দ্রে জয় পেয়েছিল তৃণমূল। সে বার বাংলার শাসক দল প্রার্থী করেছিল অপরূপা পোদ্দারকে। তবে এ বার এই কেন্দ্রে প্রার্থী বদল করেছে তৃণমূল। বিজেপিও এ বার আরামবাগ লোকসভা কেন্দ্রের প্রার্থী পাল্টেছে। গত বার তপনকুমার রায়কে প্রার্থী করেছিল পদ্মশিবির। এ বার এই কেন্দ্রে বিজেপির প্রার্থী অরূপ কান্তি দীগর।
আজ সেই সভা থেকেই অভিষেক বলেন, ‘‘ভোট চাইতে এসে বিজেপি যদি টাকা দিতে আসে, তবে আপনি টাকাটা নিয়ে নেবেন। ওটা আপনার টাকা।’’

তাঁর কথায় ‘‘সন্দেশখালিতে বিজেপির মণ্ডল সভাপতি বলছেন প্রতি বুথে মদ খাওয়ানোর খরচ লাগবে পাঁচ হাজার টাকা। বাংলায় ৮০ হাজার বুথ আছে। তা হলে বিজেপির খরচ হবে ৪০ কোটি টাকা।’’
অভিষেক আরো বলেন, ‘‘এই নির্বাচনে এলাকার সার্বিক উন্নয়ন, আবাস এবং যে আপনার পাশে থেকেছেন, তাঁকে সামনে রেখে ভোট দিন। ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য আমাদের সরকার ওদের (কেন্দ্র সরকার) অনেক বার বলেছে। কিন্তু কিছু হয়নি।’’
অভিষেক বিজেপির ওপর তীব্র আক্রশ দেখিয়ে বলেন , “মহিলাদের অপমান করেছে বিজেপি। সন্দেশখালি নিয়ে কী ভাবে বাংলার মানসম্মান নষ্ট করেছে! বিজেপি নেতাই বলছেন, সন্দেশখালিতে কোনও ধর্ষণ হয়নি। আমরা মহিলাদের দু’হাজার টাকা দিয়ে ভুয়ো অভিযোগ করিয়েছি, তৃণমূলের নেতাদের গ্রেফতার করানোর জন্য। সারা দেশের কাছে বাংলার সম্মান নষ্ট করেছে। “

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*