অমৃতা ঘোষ :- সোমবারের তুলনায় মঙ্গলে বাড়বে তীব্রতা। বাড়বে বৃষ্টির তাণ্ডব।সেইসঙ্গে ফের বাড়বে বৃষ্টি দক্ষিণবঙ্গেও।
হওয়া অফিস বলছে, সোমবার তুমুল বৃষ্টির সতর্কবার্তা নেই দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য। তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে স্থানীয়ভাবে। ভারী বৃষ্টি না হলেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সম্ভাবনা বেশি উত্তর ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়।
আগামীকাল অর্থাৎ মঙ্গলবার ফের ভারী বৃষ্টি পশ্চিমের জেলাগুলিতে । ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে। বাকি জেলায় বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। বুধবারও ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান, এই তিন জেলাতে। বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস না থাকলেও দিনভর মেঘলা আকাশ থাকবে। কখনও কখনও আংশিক মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। বাতাসে জলীয় বাষ্পর পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি হবে। সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৯ ডিগ্রি। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮০ থেকে ৯৫ শতাংশ।
Be the first to comment