মমতা বন্দ্যোপাধ্যায় হীরক রানি : অমিত শাহ

Spread the love

রোজদিন ডেস্ক :- শ্রীরামপুর লোকসভার বিজেপি প্রার্থী কবির শঙ্কর বোসের সমর্থনে মোশাট বাজারে বিজয় সংকল্প সভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ্। সেখানেই অমিত শাহ্ (Amit Shah) বলেন, “সত্যজিৎ রায় ‘হীরক রাজার দেশে’ সিনেমা তৈরি করেছিলেন। সেই সিনেমা খুবই জনপ্রিয় হয়েছিল। উনি বেঁচে থাকলে, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্ব দেখলে ‘হীরক রাজার দেশে’র পরিবর্তে ‘হীরক রানির দেশে’ বানাতেন। কারণ, মমতা হীরক রানি!”
শুধু হীরক রানি বলেই ক্ষান্ত থাকেননি অমিত শাহ্। সভা থেকে তিনি দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায় চেষ্টা করছেন তাঁর ভাইপোকে মুখ্যমন্ত্রী বানানোর। সেজন্য প্রাণপণ চেষ্টা করছেন। অমিত শাহ্ এর কথায়, ‘এরা সবাই পরিবারের ভিতরে রাজনীতিতে সীমাবদ্ধ রাখতে চান। কারণ, সুবিধে পেতে চান। রাহুল গান্ধীও তাই। তাঁকে প্রধানমন্ত্রী দেখতে চান সোনিয়া গান্ধী। এছাড়াও উদ্ধব ঠাকরে, শরদ পাওয়ারের মতো নেতারাও পরিবারকেন্দ্রীক রাজনীতি করেন। তাঁদের লক্ষ্যই হল নিজেদের আখের গোছানো।’
কাশ্মীর প্রসঙ্গও তোলেন অমিত শাহ্। তিনি সাফ জানান, পাকিস্তান কাশ্মীরের যে অংশ দখল করে রেখেছে তা ভারতের ছিল। ভারত তা দখলও করবে। তাঁর কথায়, ‘এখন পাক অধিকৃত কাশ্মীরে স্বাধীনতার জন্য স্লোগান ওঠে। পাক অধিকৃত কাশ্মীরে অশান্তি হয়। মোদী জমানায় এটাই সাফল্য। পাক অধিকৃত কাশ্মীর ভারতের হওয়া উচিত কি না? শ্রীরামপুরের মাটিতে বলছি, রাহুল গান্ধী, সনিয়া গান্ধী আপনারা ভয় পেলে পান। কিন্তু পাক অধিকৃত কাশ্মীর আমরা নিয়েই ছাড়ব।’
এই দিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী একের পর এক তোপ দাগেন তিনি মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তাঁকে বলতে শোনা যায়
এই মমতা বন্দ্যোপাধ্যায় ‘হীরক রানি।’ হিংসা, দুর্নীতি, তোষণ…যে বাংলা বন্দে মাতরম দিয়েছে, যে বাংলা জন গণ মন দিয়েছে, যে বাংলা স্বাধীনতা আন্দোলনে প্রধান ভূমিকা নিয়েছে, সেই বাংলা থেকে দেশভক্তি শেষ করার কাজ কমিউনিস্ট ও তৃণমূল কংগ্রেস করেছে।”

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*