মার্কিন মুলুকের নিউইয়র্ক শহরে টাইমস স্কোয়্যারের ঐতিহ্যবাহী ন্যাশডাক বিলবোর্ডে ভেসে উঠল মোহনবাগান

Spread the love

আজ মোহনবাগান দিবস! ২৯ জুলাই ভারতীয় ফুটবলের ঐতিহাসিক দিন। মোহনবাগান সমর্থকদের কাছেও দিনটি আবেগেরও। ১৯১১ সালে আজকের দিনেই ব্রিটিশ ক্লাব ইস্ট ইয়র্কশায়ারকে হারিয়ে আইএফএ শিল্ড জিতেছিল মোহনবাগান।

আজ সেই দিনেই ঐতিহাসিক মুহূর্ত তৈরি হল সুদূর মার্কিন মুলুকের নিউইয়র্ক শহরে। টাইমস স্কোয়্যারের ঐতিহ্যবাহী ন্যাশডাক বিলবোর্ডে ভেসে উঠল মোহনবাগানের ছবি। ফুটবল প্রেমীদের মতে, ওই ফাইনাল ম্যাচ শুধুই একটা ফুটবল ছিলনা। এক স্বাধীনতার যুদ্ধও বটে। আর সেই লড়াইয়ে ইতিহাস গড়েছিল মোহনবাগান।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*