মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যারোলিনায় ধেয়ে আসছে ‘ফ্লোরেন্স’, জারি হয়েছে রেড অ্যালার্ট

Spread the love

ধেয়ে আসছে ‘ফ্লোরেন্স’। আর তার জেরেই কার্যত যুদ্ধকালীন তৎপরতা শুরু হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যারোলিনায়। জারি করা হয়েছে রেড অ্যালার্ট।

মায়ামি ন্যাশনাল হারিকেন সেন্টারের তরফে জানানো হয়েছে, হারিকেন ফ্লোরেন্স বর্তমানে চতুর্থ ক্যাটেগরিতে পরিণত হয়েছে। এর ক্ষমতা প্রতিনিয়ত বেড়েই চলেছে। স্থলভাগে আঘাত করার সময় এর গতিবেগ থাকবে ঘণ্টায় ১৪০ মাইল বা ২২০ কিলোমিটার। এই বছর আমেরিকায় আছড়ে পড়া হারিকেনগুলির মধ্যে এটি সবচেয়ে বেশি শক্তিশালী। এমনকী গত ৩০ বছরে ক্যারোলিনায় এই রকমের ঘুর্ণিঝড়ের আগমন হয়নি।

আর তার জেরেই সমুদ্রের কাছাকাছি অঞ্চল থেকে ১ মিলিয়নেরও বেশি মানুষকে সরিয়ে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। উত্তর ও দক্ষিণ ক্যারোলিনা, দুই অঞ্চল থেকেই মানুষদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। দক্ষিণ ক্যারোলিনা থেকে ১ মিলিয়নের বেশি মানুষ ও উত্তর ক্যারোলিনা থেকে ৫০ হাজারের বেশি মানুষকে নিরাপদ উঁচু স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। এ ছাড়াও ভার্জিনিয়া ও মেরিল্যান্ড থেকেও মানুষকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
তবে ইতিমধ্যেই সমুদ্র উত্তাল হতে শুরু করেছে। ঢেউয়ের ধাক্কায় বেশ কিছু জায়গায় সমুদ্র তীরবর্তী রাস্তায় ভাঙন ধরছে। ফলে বেশ কিছু জায়গায় যানজটের সৃষ্টি হয়েছে। তাই মানুষকে নিরাপদ জায়গায় নিয়ে যেতেও সমস্যা হচ্ছে। মায়ামি ন্যাশনাল হারিকেন সেন্টারের তরফে জানানো হয়েছে বৃহস্পতিবার নাগাদ এই হারিকেনের আছড়ে পড়ার সম্ভাবনা ক্যারোলিনাতে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*