মুজফ্ফরপুর-বেঙ্গালুরু এক্সপ্রেসে আগুন

Spread the love

প্রতিমাসে একটা না একটা রেল দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসছে। করমণ্ডল এক্সপ্রেসের সেই ভয়াবহ ছবিটা মনে করলে এখনও শিউরে উঠছেন দেশের মানুষ, অথচ তারপর থেকে আজ পর্যন্ত এক লাইনে দুটো ট্রেন চলে আসার ঘটনা থেকে শুরু করে ট্রেনের কামরায় আগুন লাগার খবর যেন কমছেই না। যাত্রী নিরাপত্তার নামে ছেলেখেলা করছে রেল? উঠছে প্রশ্ন। সোমবার রাত তখন প্রায় পৌনে ১০টা। বীরভূমের প্রান্তিক স্টেশনের কাছে আগুনের ফুলকি দেখা যায় ডাউন মুজফ্ফরপুর বেঙ্গালুরু এক্সপ্রেসে। যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। ট্রেনটি তড়িঘড়ি প্রান্তিক স্টেশনে দাঁড় করানো হয়। কার্যত ট্রেন ফাঁকা করে নেমে পড়েন সকলে। অগ্নিনির্বাপণ বিভাগের কর্মীরা এসে জল দিয়ে আগুন নেভান। এরপর রাত প্রায় ১০টা ১১ মিনিট নাগাদ ফের ট্রেনটি বেঙ্গালুরুর উদ্দেশে রওনা দেয় ।

গতকাল রাতে ডাউন মুজফ্ফরপুর বেঙ্গালুরু এক্সপ্রেস তখন কোপাই ও প্রান্তিক স্টেশনের মাঝখানে। আচমকাই ট্রেনের ডি ২ কামরায় ধোঁয়া দেখা যায়। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। যাত্রীদের দাবি, রেল নয় বরং প্যাসেঞ্জারদের তৎপরতায় চেন টেনে বড় বিপদের হাত থেকে রক্ষা পাওয়া গেল। হতাহতের কোন খবর নেই ,কিন্তু কীভাবে এই দুর্ঘটনা তা এখনও স্পষ্ট নয়। বারবার যাত্রীদের সুরক্ষা নিয়ে রেল কেন এত উদাসীন তা নিয়ে বাড়ছে ক্ষোভ। গোটা ঘটনার তদন্তে রেল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*