প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাস্থলের সামনে মোদী পকোড়া বেচছিলেন একদল কলেজ ছাত্র। তাও আবার স্নাতকের বিশেষ পোশাক পরে। ঘটনায় ১২ জন ছাত্রকে আটক করলো চণ্ডীগড় পুলিশ। চণ্ডীগড়ের সেক্টর ৩৪ স্টেশন হাউস পুলিশ জানিয়েছে, তারা ১০ থেকে ১২ জন ছাত্র-ছাত্রীকে আটক করে। তাদের পুলিশি হেফাজতেই রাখা হয় ৷ র্যালি শেষে তাদের আবার ছেড়েও দেওয়া হয় ৷ জানা গিয়েছে, ওই পড়ুয়ারা কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, কেউ এলএলবি৷ সকলেই গ্র্যাজুয়েশনের পোশাক পরেই পকোড়া বেচছিলেন ৷
কয়েক মিটার দূরেই বিজেপি প্রার্থী কিরণ খেরের সমর্থনে সভা করছিলেন নরেন্দ্র মোদী ৷ আটক হওয়া এক ছাত্রীর কথায়, আমরা এখানে মোদীজিকে স্বাগত জানাতে এসেছি ৷ কারণ উনি আমাদের কেন্দ্রীয় সরকারের পকোড়া যোজনায় কর্মসংস্থান দিয়েছেন ৷ তাই আমরা মোদীর র্যালিতে পকোড়া বেচছি ৷ যাতে উনি জানতে পারেন, দেশের শিক্ষিত যুবক-যুবতীরা পকোড়া বিক্রি করছেন ৷
Be the first to comment