রাজ্যে ফের বাড়ল দৈনিক করোনা সংক্রমণ। কলকাতার দৈনিক সংক্রমণ স্বস্তি ফেরালেও চিন্তা বাড়াচ্ছে তিন জেলা। গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৫৪৭ জন এবং মৃত্যু হয়েছে ৬ জনের। সংক্রমণ বাড়লেও কমেছে দৈনিক কোভিড মৃত্যু। এই মুহূর্তে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্তের সংখ্যা ৯ হাজার ৬৪০ জন। এই মুহূর্তে রাজ্যে সুস্থতার হার ৯৮.১৮ শতাংশ।
কলকাতার সংক্রমণ কিছুটা কমেছে। কিন্তু তিনটি জেলা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং দার্জিলিংয়ের দৈনিক সংক্রমণ চিন্তার ভাঁজ ফেলছে। গত ২৪ ঘণ্টায় সংক্রমণের নিরিখে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা। সংশ্লিষ্ট জেলায় এই সময়ে করোনা আক্রান্তের সংখ্যা ৭৭ জন, দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা ৬৩ জন এবং দার্জিলিংয়ে আক্রান্তের সংখ্যা ৬৪ জন। এই সময়ে কলকাতায় করোনায় আক্রান্ত হয়েছেন ৩২ জন।
এদিন মৃত্যুশূণ্য ১৬ টি জেলা, যা স্বস্তি ফেরাচ্ছে অনেকটাই। এদিকে, করোনার দ্বিতীয় ঢেউ সামলে ক্রমশ সুস্থতার পথে এগোচ্ছে গোটা দেশ। সোমবারের তুলনায় দেশে আজ আরও কমেছে দৈনিক সংক্রমণ। বহুদিন বাদে দেশে দৈনিক সংক্রমণ ৩০ হাজারের নীচে নামল। গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ২৫ হাজার ১৬৬ জন। যা গত ১৫৪ দিনে সর্বনিম্ন। দেশে সুস্থতার হার ৯৭.৫১ শতাংশ। একদিনে দেশে করোনায় মৃত্যু হয়েছে ৪৩৭ জনের।
Be the first to comment