রোজদিন ডেস্ক :- রাত পোহালেই পঞ্চম দফার ভোট। শ্রীরামপুর, হুগলি, ব্যারাকপুর, বনগাঁ, হাওড়া, উলুবেড়িয়া ও আরামবাগ হবে এই সাত কেন্দ্রে ভোট গ্রহণ। প্রস্তুতি পর্ব তুঙ্গে। সকাল থেকেই ডিসিআরসি তে চলছে ব্যস্ততা। ইভিএম সহ ভোট সরঞ্জাম বুঝে নিয়ে ইতিমধ্যেই রওনা দিয়েছেন ভোট কর্মীরা।
যেহেতু পঞ্চম দফা ভোটের আগের দিন, তাই নিরাপত্তা বাহিনীও ব্যস্ত, সঙ্গে নির্বাচন কমিশন ও উঠে পড়ে লেগেছেন কাজ গোছাতে।
আগের ভোট গুলির মত যাতে শান্তিপূর্ণ ভোট হয় সেটা নিয়েই ব্যস্ততা সবার মধ্যে। স্পর্শকাতর বুথগুলি তে বাড়ানো হয়েছে বাহিনীর সংখ্যা।
বাংলার সাত কেন্দ্রে মোট ভোটার রয়েছে ১ কোটি ২৫ লাখ ২৩ হাজার ৭০২। সেখানে মহিলা ভোটার সংখ্যা ৬১ লাখ ৭২ হাজার ০৩৪ এবং পুরুষ ভোটারের সংখ্যা ৬৩ লাখ ৫১ হাজার ৩২০। পঞ্চম দফায় সাতটি লোকসভা কেন্দ্রে মডেল বুথের সংখ্যা ৯৩।
Be the first to comment