রাফাল নিয়ে বৃহস্পতিবার সওয়াল জবাব শেষে রায় স্থগিত রাখলো শীর্ষ আদালত। আগের বার রাফালে নিয়ে কেন্দ্র সরকারের পক্ষে আদালত রায় দিয়েছিলো। তার বিরুদ্ধে আদালতে পরপর পিটিশন জমা পড়লে সেগুলি একসঙ্গে করে রাফালে মামলা পুনর্বিবেচনার জন্য আদালত রাজি হয়েছে। কেন্দ্রের হয়ে রাফালে মামলায় সওয়াল জবাবের শুরুতেই অ্যাটর্নি জেনারেল কেকে বেণুগোপাল এদিন আদালতে জানান যে সরকার রাফালে মামলায় যে রিপোর্ট জমা করেছে তাতে ভুল ছিল। প্রথম তিনটি পাতা খোয়া গিয়েছে। ফলে সরকার সেগুলিকেও আদালতের রেকর্ডে আনতে চায়।
আদালত রাফালে মামলায় স্পষ্ট জানিয়েছে, কোনও দুর্নীতি বা মানবাধিকার ভঙ্গ হলে সরকারি গোপনীয়তা আইনের কথা বলে তা আটকে রাখা যাবে না। এদিন মুখ্য বিচারপতি রঞ্জন গগৈ, বিচারপতি এসকে কউল ও কেএম জোসেফের বেঞ্চ এই মামলা শুনতে বসে। কেন্দ্র এদিন আদালতে দাবি করেছে, রাফালে নিয়ে কোনওরকম কাগজপত্র আদালতে জমা করার আগে সংশ্লিষ্ট দফতরের কাছে তার অনুমতি নিতে হবে। আগে থেকেই নভেম্বরেই ক্যাগের রিপোর্ট কীভাবে হাতে এল কেন্দ্রের তা নিয়ে এদিন সরকারকে নিশানা করে আইনজীবী প্রশান্ত ভূষণ একথা বলেন।
Be the first to comment