সপ্তাহের প্রথম দিনে ডলার পিছু টাকার দাম হল ৭২ টাকা ১৮ পয়সা। বাজার খোলার সময় ডলারের দাম ছিল ৭২ টাকা ১৫ পয়সা। শীঘ্রই দাম আরও কমে যায়। সব মিলিয়ে এদিন টাকার দাম পড়েছে ৪৫ পয়সা। এর আগে ৬ সেপ্টেম্বর টাকার দাম ছিল সবচেয়ে কম, ডলার পিছু ৭২ টাকা ১১ পয়সা। কিন্তু ১০ সেপ্টেম্বর টাকার দাম কমেছে রেকর্ড পরিমাণে।
বিদেশী মুদ্রার কারবারিরা বলেছেন, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বেড়েছে। তেল আমদানি করার জন্য ডলারের চাহিদা বাড়ছে। চিনের সঙ্গে আমেরিকার বাণিজ্যিক রেষারেষির প্রেক্ষিতেও শক্তিশালী হয়েছে ডলার। গত শুক্রবার টাকার দামে পতন ঠেকাতে হস্তক্ষেপ করেছিল রিজার্ভ ব্যাঙ্ক। ফলে টাকার দাম ২৬ পয়েন্ট বেড়ে ডলার পিছু হয়েছিল ৭১ টাকা ৭৬ পয়সা। কিন্তু সোমবার টাকার দাম ফের কমে গিয়েছে।
Be the first to comment