রবিবার বিকেলেই ভূমিকম্পে কেঁপে উঠেছিল রাজধানী শহর দিল্লি। সোমবার ভোরে ফের কম্পন অনুভূত হলো দিল্লিতে।
যদিও দু’দিনের কম্পনের মাত্রাই ছিল মৃদু। সোমবার সকাল সাড়ে ছ’টা নাগাদ কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ৩.৬। বিশেষজ্ঞরা জানিয়েছেন, মীরাটের খারখাউদা থেকে ৬ কিলোমটার দূরে ছিল ভূমিকম্পের উৎসস্থল। যদিও এই ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।
২৪ ঘণ্টার মধ্যে দু বার বার কম্পন অনুভূত হলো দিল্লিতে। রিখটার স্কেলে রবিবারের কম্পনের মাত্রা ছিল ৩.৮। হরিয়ানার ঝাজ্জর জেলায় মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে কম্পন অনুভূত হয়েছিল। হতাহতেও কোনও খবর মেলেনি এই ঘটনায়। কম্পন অনুভূত হয়েছিল হরিয়ানার রোহতকেও।
Be the first to comment