রোজদিন ডেস্ক, কলকাতা :- ৪৬ বছর পর হাতের ঠিকানা বদল। বুধবার, ২৪ আকবর রোড থেকে দিল্লির ৯এ কোটলা রোডে কংগ্রেসের সদর দফতরের সূচনা হল। নতুন সদর দফতরের নাম দেওয়া হয়েছে ‘ইন্দিরা ভবন’। বুধবার রাহুলকে সাথে নিয়ে নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন সোনিয়া গান্ধী।
জানা গিয়েছে, প্রায় আড়াইশো কোটি টাকা খরচ হয়েছে কংগ্রেসের এই নতুন কার্যালয় তৈরি করতে। কংগ্রেসের ছ’তলার নতুন দফতরের নীচের তলায় বাম দিকে একটি হাইটেক প্রেস কনফারেন্স রুম তৈরি করা হয়েছে। রয়েছে একটি ক্যান্টিন। এই ভবনের বাম পাশে থাকবে কংগ্রেসের মিডিয়া ইনচার্জের কার্যালয়। এর পাশাপাশি টিভি ডিবেটের জন্য তৈরি করা হয়েছে ছোট শব্দ নিরোধক কক্ষ। এর পাশে সাংবাদিক ও ক্যামেরাপার্সনদের বসার ঘরও করা হয়েছে। বিশেষ অনুষ্ঠানের জন্য ভবনের প্রথম তলার বাম পাশে একটি হাইটেক অডিটোরিয়াম তৈরি করা হয়েছে। রয়েছে বিভিন্ন বিভাগও। ভবনের দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ তলায় অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির নেতাদের অফিস থাকবে। পঞ্চম তলায় প্রাক্তন কংগ্রেস সভাপতি সোনিয়া এবং রাহুল গান্ধীর অফিস থাকবে। এই তলার মাঝখানে থাকবে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের অফিস। কংগ্রেসের নতুন সদর দফতরে পার্টির ইতিহাস বর্ণনা করার ছবি রয়েছে। রয়েছে প্রণব মুখোপাধ্যায়, গুলাম নবি আজাদ-সহ অন্যদের ছবি।
বুধবার প্রথম পর্যায়ে কংগ্রেস সেবা দল এবং মহিলা কংগ্রেসের দফতর নতুন ভবনে যায়। ধীরে ধীরে অন্য শাখা সংগঠন এবং এআইসিসির দফতরও যাবে ওই ভবনে।
উল্লেখ্য, দীনদয়াল উপাধ্যায় মার্গে বিজেপির সদর দফতরের কাছেই কংগ্রেসের সদর দফতর তৈরি হয়েছে। তবে ঠিকানায় দীনদয়ালের ছোঁয়া বাঁচাতে কংগ্রেস দফতরের ঠিকানা ও মূল প্রবেশপথ পাশের কোটলা রোডের দিকে। দলের তরফে দাবি করা হচ্ছে, অতীত ঐতিহ্য বজায় রেখেই অত্যাধুনিক এই ভবনটি নির্মাণ করা হয়েছে। কিন্তু বিজেপি খোঁচা দিল ভবনের নাম নিয়ে। আসলে মনমোহনের প্রয়াণের পর স্মৃতিসৌধর জমি নিয়ে কং-বিজেপি দ্বন্দ্বের পর এভাবেই তাদের পালটা দিল পদ্ম শিবির, এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহলের একাংশ।
প্রসঙ্গত, এক সময়ে কংগ্রেসের সদর দফতর ছিল যন্তর মন্তর রোডে। সেখান থেকে ১৯৭৭ সালে লোকসভা ভোটে পরাজয়ের পরে দলে ভাঙন ধরায় ইন্দিরা গান্ধী তাঁর অনুগামীরা ১৯৭৮ সালের জানুয়ারিতে ২৪ নম্বর আকবর রোডে অন্ধ্রপ্রদেশের সাংসদ গদ্দাম ভেঙ্কটস্বামীর বাংলোয় চলে আসে। এবার ৪৬ বছর পর সেখান থেকে আবার নতুন ঠিকানায় চলে গেল দিল্লির কংগ্রেস।
Be the first to comment