চিরন্তন ব্যানার্জি :- আজ রাতে ভারতেই থাকছেন শেখ হাসিনা। আপাতত তাঁকে সেফ হাউসে নিয়ে যাওয়ার বন্দোবস্ত করছে ভারতীয় সেনা। রাত ১১.৪৫ পর্যন্ত তিনি গাজিয়াবাজের হিন্ডন এয়ারবেসেই আছেন।
সূত্রের খবর, দু-একদিন দিল্লিতেই থাকবেন তিনি। দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছেন তিনি। প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে সোমবার ভারতে আসেন হাসিনা। এদিন আগরতলায় পৌঁছে দিল্লির সেফ হাউসে গিয়ে আশ্রয় নেন। লন্ডনে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু ব্রিটেনের তরফে ছাড়পত্র না পাওয়ায় আপাতত তিনি ভারতেই আছেন বলে খবর।
হাসিনা এদেশে পা রাখার পরই বাড়তি নিরাপত্তা সুনিশ্চিত করেছে ভারত। শেখ হাসিনা দিল্লির কাছে একটি সামরিক বিমানঘাঁটিতে অবতরণ করার পর এদিন তাঁর সঙ্গে দেখা করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। দিল্লির কাছে গাজিয়াবাদের হিন্ডন এয়ারবেসে অজিত ডোভাল নিজে উপস্থিত থেকে শেখ হাসিনাকে রিসিভ করেন। শেখ হাসিনার সঙ্গে কথা হয় অজিত ডোভালের। তারপরেই শেখ হাসিনার নিরাপত্তা জন্যে বাড়তি ব্যবস্থা নেওয়া হয়েছে।
Be the first to comment