চিরন্তন ব্যানার্জি :- সোমবার রাতেই আন্দোলনকারীদের দাবি মেনে সংসদ ভেঙে দেওয়ার কথা ঘোষণা করে ছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিন। মঙ্গলবার সকালে স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রের খবর, আন্দোলনকারীরা দুপুর ৩টের মধ্যে সংসদ ভেঙে দেওয়ার দাবি জানান। এবং তাঁরা হুঁশিয়ারি দেন, তাদের দাবি না মানা হলে রাষ্ট্রপতির অবস্থাও বাংলাদেশের প্রধানমন্ত্রী পদ থেকে সদ্য ইস্তফা দেওয়া হাসিনার মতো পরিণতি হবে।
এরপরই নির্ধারিত সময়ের আগেই বাংলাদেশের সংসদ ভেঙে দেওয়ার কথা জানিয়েছেন রাষ্ট্রপতি। অন্যদিকে এদিন সন্ধে ৬টায় ফের বিবৃতি দেবেন সেনা প্রধান ওয়াকার উজ জামান।
প্রসঙ্গত, সেনা প্রধানের আশ্বাসের পরও বাংলাদেশের পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। গত দু’দিনে নিহতের সংখ্যা দেড়শ ছাড়িয়েছে। স্বভাবতই, এদিন সন্ধে ৬টায় সেনা প্রধান কী বিবৃতি দেন তা নিয়ে কৌতূহল রয়েছে সব মহলে।
উল্লেখ্য, পরিস্থিতি স্বাভাবিক করতে সেনা প্রধান আগেই জানিয়েছিলেন, অন্তর্বর্তী সরকার গঠনের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। এমনকী সোমবার বিকেলে বাংলাদেশের রাষ্ট্রপতি বঙ্গভবনে বিভিন্ন রাজনৈতিক দল ও নাগরিক সমাজের প্রতিনিধিদের নিয়ে বৈঠকও করেন। সেখানে উপস্থিত ছিলেন তিন বাহিনীর প্রধানও। তবে তাতে পরিস্থিতির বিশেষ উন্নতি হয়নি। তারই মাঝে আন্দোলনকারীদের দাবি মেনে সংসদ ভেঙে দিলেন রাষ্ট্রপতি। এখন দেখার বাংলাদেশের নেতৃত্বে কে বসেন।
Be the first to comment