‘আপনাদের লক্ষ্মীর ভান্ডার আমরা বুক দিয়ে আগলে রাখব, প্রধানমন্ত্রী বন্ধ করতে চাইলেও পারবেন না’..সভা থেকে প্রতিশ্রুতি অভিষেকের

Spread the love

রোজদিন ডেস্ক :- পুরুলিয়ার ঝালদার তুলিন ইউনাইটেড গ্রাউন্ডে তৃণমূল প্রার্থী শান্তিরাম মাহাতোর সমর্থনে আজ সভা ছিল তৃণমুল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সেখান থেকে বিজেপির বিরুদ্ধে একের পর এক তোপ দাগেন। পুরুলিয়ায় বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো। তাঁর বিরুদ্ধে অভিষেকের অভিযোগ, “এখানে এসে খবর পেলাম কিছুদিন আগে পুরুলিয়ার ১ নম্বর ব্লকে জ্যোতির্ময়ের হয়ে কিছু লোক টাকা ছড়াচ্ছে। বলছে ভোট করাতে হবে।” এর পরই তাঁর প্রশ্ন, এতদিন গরিব লোকগুলোর ১০০ দিনের টাকা আটকে রেখে ভোটের সময় টাকা বিলি করতে এসেছে। অভিষেকের পরামর্শ, টাকা দিলে নিয়ে নিন, কিন্তু ভোট দেবেন তৃণমূলকে।শুধু ১০০ দিনের কাজ নয়, তফসিলি উপজাতি মর্যাদা থেকেও কুড়মি সমাজকে বঞ্চিত করেছে বিজেপি, এমনই দাবি অভিষেকের। তাঁর আরও দাবি, “অর্ডিন্যান্স পাশ করে ইডি ডিরেক্টরের মেয়াদ তিনবার বাড়িয়েছে বিজেপি। অর্ডিন্যান্স পাশ করে কেন তফসিলি উপজাতির মর্যাদা দেওয়া যাচ্ছে না?”
স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভান্ডার হয়েছে। আর বিজেপি কী করেছে? ‘‘এত বড় শূন্য। আপনার থেকে ভোট নিয়েছে, আর ঠকিয়েছে’’, বললেন অভিষেক। তিনি আরো বলেন
‘‘সবাইকে অনুরোধ করব খালি জোড়াফুলে ভোট দিলে হবে না। ওঁরা আপনাদের যে ভাবে ঠকিয়েছে, আপনারা এমন ভাবে জবাব দেবেন, আগামী ৫০ বছর যেন হাড়ে হাড়ে টের পায় বিজেপি’’।
তাঁর বক্তব্যে উঠে আসে আরও অনেক তথ্য।তিন হাজার কোটি টাকা খরচ করে লক্ষ্মীর ভান্ডার দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর জ্যোতির্ময় সিংহ মাহাতোকে জিজ্ঞাসা করুন, কত টাকা খরচ করেছে! ভোট চাইতে গেলে বিজেপির কাছে রিপোর্ট কার্ড চাইবেন।‘‘আপনাদের লক্ষ্মীর ভান্ডার আমরা বুক দিয়ে আগলে রাখব। প্রধানমন্ত্রী বন্ধ করতে চাইলেও পারবেন না।’’ বাঘমুন্ডিতে বললেন অভিষেক। এইদিন তিনি সন্দেশখালি নিয়েও তোপ দাগতে ছাড়েননি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*