আফগানিস্তানের ভূমিকম্পে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা, আহত এক হাজারেরও বেশি!

Spread the love

আফগানিস্তানের ভূমিকম্পের ভয়াবহতা ক্রমশই প্রকট হচ্ছে। ইতিমধ্যেই মৃতের সংখ্যা সাড়ে ৩০০ ছাড়িয়ে গেছে। শনিবার বেলা ১১টা নাগাদ ৬.৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে পশ্চিম আফগানিস্তান। তারপর ৭ বার আফটার শক হয়।সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পশ্চিম আফগানিস্তানের সর্ববৃহৎ শহর হেরাট। অনেক জায়গায় ভূমিধস হয় এবং বাড়ি ভেঙে পড়ে। প্রশাসন সূত্রে খবর ইতিমধ্যেই মৃতের সংখ্যা ৩৫০ পেরিয়ে গেছে। যত সময় যাচ্ছে পরিস্থিতি আরও ভয়াবহ হচ্ছে।

আফগান প্রদেশে ভূমিকম্পের জেরে গুরুতর জখম হয়েছেন অন্তত ১ হাজার জন। রাষ্ট্রসঙ্ঘের তরফে মৃত ও আহতের সংখ্যা নিশ্চিত করা হয়েছে। এই সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।অত্যন্ত তৎপরতার সঙ্গে বিপর্যয় মোকাবিলা টিম উদ্ধার কাজ চালাচ্ছে বলে জানা যাচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*